৩২তম বর্ষে যুব গোষ্ঠীর উদ্যোগে দীপান্বিতা উৎসব
যুব গোষ্ঠীর উদ্যোগে দীপান্বিতা উৎসবের শুভ সূচনা দুর্গাচক থানার অন্তর্গত যুবক গোষ্ঠীর উদ্যোগে ৩২ তম বর্ষে দীপান্বিতা উৎসব বা শ্যামা পূজার উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করেন গ্রাম উন্নয়নের…
৩২তম বর্ষে যুব গোষ্ঠীর উদ্যোগে দীপান্বিতা উৎসব
যুব গোষ্ঠীর উদ্যোগে দীপান্বিতা উৎসবের শুভ সূচনা দুর্গাচক থানার অন্তর্গত যুবক গোষ্ঠীর উদ্যোগে ৩২ তম বর্ষে দীপান্বিতা উৎসব বা শ্যামা পূজার উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করেন গ্রাম উন্নয়নের মন্ত্রী হলদিয়া বিধানসভার প্রাক্তন বিধায়ক শিউলি সাহা। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর। হলদিয়া বিধানসভার প্রাক্তন বিধায়ক তুষার কান্তি মন্ডল উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর জয় এছাড়াও উপস্থিত ছিলেন শিল্প শহরে বিশিষ্ট ব্যক্তিবর্গ হলদিয়া পৌরসভা প্রাক্তন কাউন্সিলর তথা বিশিষ্ট আইনজীবী বিমল মাজী বলেন আমরা প্রত্যেক বছরের মত পূজায় যেমন মেতেছি ঠিক তেমনি ভাবে এই এলাকার দুস্থ মানুষদের জন্য মশারি এবং নতুন পোশাক তাদের হাতে তুলে দিলাম পুজোকে কেন্দ্র করে সারা বছর ধরে বৃক্ষরোপণ । এছাড়া স্বাস্থ্য পরীক্ষা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে প্রচার মণ্ডপ ঘিরে রয়েছে। কিন্তু গত দুবছর কোভিডের জন্য । বর্তমানে ডেঙ্গু মহামারীর আকার ধারণ করেছে। কোভিডের জন্য আমরা যথাযথ অনুষ্ঠান করতে পারেনি কোভিডের আতঙ্ক কেটেছে ডেঙ্গু আতঙ্ক বেড়েছে তাই এলাকা দুস্থ মানুষদের হাতে মশারি তুলে দিলাম।
পুজো মণ্ডব ঘিরে রয়েছে রঙিন আলোয় রোশনায় পুজো মন্ডপের সামনে জলের ফোয়ারা পুজোকে কেন্দ্র করে কয়েক দিন চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
No comments