প্রয়াত হলেন স্বাধীনতার সংগ্রামী ধীরেন্দ্রনাথ হাজরা পূর্ব মেদিনীপুর জেলার স্বাধীনতার সংগ্রামের ইতিহাস সারা ভারতবর্ষকে লড়িয়ে দিয়ে ছিল। পূর্ব মেদিনীপুর জেলার তথা সুতাহাটা থানা দখল ইতিহাস এখনো সেই সময়কালের মানুষের বুকের মধ্যে এখ…
প্রয়াত হলেন স্বাধীনতার সংগ্রামী ধীরেন্দ্রনাথ হাজরা
পূর্ব মেদিনীপুর জেলার স্বাধীনতার সংগ্রামের ইতিহাস সারা ভারতবর্ষকে লড়িয়ে দিয়ে ছিল।
পূর্ব মেদিনীপুর জেলার তথা সুতাহাটা থানা দখল ইতিহাস এখনো সেই সময়কালের মানুষের বুকের মধ্যে এখনো অস্থিরতায় কাঁপে। সুতাহাটা থানা দখল হয়েছিল বিদা রক্ত প্রাতে স্বাধীনতার সংগ্রামীদের দেখেই সেই সময়কালে ইংরেজরা মাথা নত করেছিলেন। কালীর নিয়মই বয়সে বহু স্বাধীনতা সংগ্রামী ছিলেন অনেকেই প্রয়াত হয়েছেন।
পূর্ব মেদিনীপুর জেলার চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুতাহাটা থানা ধীরেন্দ্রনাথ হাজরা প্রায় ১০২ বছর বয়স তিনি প্রয়াত হলেন গত ২রা নভেম্বর ভোর রাতে ।
তার এই সংবাদ পেয়ে এলাকার বহু মানুষ ছুটে এলেন স্বাধীনতার সংগ্রামীকে শেষ শ্রদ্ধা জানাতে। চৈতন্য পুর নিউ স্টার ক্লাবের প্রত্যেকটি অনুষ্ঠানের তিনি প্রধান অতিথি থাকতেন। তিনার সুন্দর বক্তব্য মিষ্টি আচরণভাষীর মধ্যেই ওই এলাকার যুব সম্প্রদায়ের কে একত্রিত করার অঙ্গীকারবদ্ধ করিয়েছিলেন। বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন তাদের সদস্যরা। আজকে তার অন্তেস্টিক ক্রিয়াতে যোগদান করলেন পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ পার্থ বটব্যাল।
No comments