রামনগরে সরকারি বাস রেষারেষি করতে গিয়ে দুর্ঘটনা আহত বাসের প্রায় সবাই গুরুতর আহত-১
শুক্রবার দুপুর ২ টার সময় পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার ও রামনগর ২ নম্বর ব্লকের বালিসাইতে সরকারি বাস রেষারেষি করতে গিয়ে দুর্ঘটনার কবলে প…
রামনগরে সরকারি বাস রেষারেষি করতে গিয়ে দুর্ঘটনা আহত বাসের প্রায় সবাই গুরুতর আহত-১
শুক্রবার দুপুর ২ টার সময় পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার ও রামনগর ২ নম্বর ব্লকের বালিসাইতে সরকারি বাস রেষারেষি করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লো। দুর্ঘটনায় আহত প্রায় প্রত্যেকটা প্যাসেঞ্জার, গুরুতর আহত একজন। প্রত্যক্ষদর্শীদের সূত্র অনুযায়ী, সরকারি বাস রেষারেষি করতে গিয়ে পিছনের বাসটি ব্রেক ফেল করে সামনের বাস থেকে আঘাত করে। হঠাৎ ঘটে যাওয়ার জন্য যাত্রীরা প্রায় সকলেই কমবেশি আহত হন, গুরুতর আহত হন একজন। জানা গিয়েছে, বাসটি দিঘা থেকে কলকাতার দিকে যাচ্ছিল আহত এবং আহত যাত্রীদের স্থানীয় হাসপাতাল বালিসাইতে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা করার পরে ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে রামনগর থানার পুলিশ এসে এলাকাবাসীর অবরোধ তোলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্তে পুলিশ।
No comments