নন্দীগ্রামে কৃষক সমাবেশে - আজগর পূর্ব মেদিনীপুর কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস সেলের ডাকে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে দেশ বিক্রির অভিযোগ তুলে সুর চড়ালেন রাজ্যের মন্ত্রী, রাজ্য কিষান- ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শ্রীকান…
নন্দীগ্রামে কৃষক সমাবেশে - আজগর
পূর্ব মেদিনীপুর কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস সেলের ডাকে
কেন্দ্রের সরকারের বিরুদ্ধে দেশ বিক্রির অভিযোগ তুলে সুর চড়ালেন রাজ্যের মন্ত্রী, রাজ্য কিষান- ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শ্রীকান্ত মাহাতো। দেশকে বাঁচাতে কৃষক জাগরণ, জনজাগরণের ডাক দিয়েছেন তিনি। শুক্রবার ৩রা নভেম্বর সংগঠনের সুতাহাটা ব্লক কমিটির উদ্যোগে সুতাহাটা বিডিও অফিস সংলগ্ন মাঠে কৃষক সমাবেশের আয়োজন করা হয়। এদিন মন্ত্রী বলেন, “আজ ভারতের মহা বিপদ, মহাসংকট পূর্ণ পরিস্থিতি। কেন্দ্রের বিজেপি সরকার ফের আমাদের দেশে বণিক রাজ কায়েম করতে চলেছে। টাটা, বিড়লা, গোয়েঙ্কা, আম্বানিদের হাতি আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছেন। দেশীয় ব্রিটিশদের হাতে ফের দেশ পরাধীন হতে চলেছে। তাই কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও স্লোগান তুলে গ্রামের শ্রমিক, কৃষক, সাধারণ মানুষকেই জাগিয়ে তুলতে হবে।” এদিনের এই সভায় সংগঠনের তমলুক জেলা সাংগঠনিক সভাপতি সুধাংশু আদক, হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা সুধাংশু মণ্ডল, হলদিয়া শহর কিষান ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি মধুসূদন মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন বিকেলে সংগঠনের নন্দীগ্রাম এক নম্বর ব্লক শাখার উদ্যোগে নন্দীগ্রাম বাইপাস কৃষক এবং সাধারণ মানুষকে নিয়ে সভা হয়। তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুধাংশু আদক, তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান পীযূষকান্তি ভূঁইয়া, তমলুক সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আসগর আলি, নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বাপ্পাদিত্য গর্গ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি সুহাসিনী কর, স্থানীয় জেলা পরিষদ সদস্য সামসুল ইসলাম-সহ বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।
No comments