Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

The Moon Moments Written by : Jayanta Mahapatra (22 oct,1928 - 27 August,2023 ) অনুবাদক : মনোজিৎ দাস

The Moon Moments Written by : Jayanta Mahapatra (22 oct,1928 - 27 August,2023 )     অনুবাদক : মনোজিৎ দাস 
মূর্ছা যাওয়া নক্ষত্ররাশির আলোঅস্থিরভাবে ঘুরপাক খাচ্ছেমাদুরে।মেয়েরা যারা বাইরে দাঁড়িয়ে - তাদের চোখের উপর মেঘ ভেসে যায়চাঁ…

 



The Moon Moments 

Written by : Jayanta Mahapatra (22 oct,1928 - 27 August,2023 )

     অনুবাদক : মনোজিৎ দাস 


মূর্ছা যাওয়া নক্ষত্ররাশির আলো

অস্থিরভাবে ঘুরপাক খাচ্ছে

মাদুরে।

মেয়েরা যারা বাইরে দাঁড়িয়ে - 

তাদের চোখের উপর মেঘ ভেসে যায়

চাঁদ আমাকে কোথায় যেন নিয়ে যায় কথা বলার জন্যে

কেন সে নিয়ে যায় দর্থক ভাবে ?


আমরা খুলে দেই অস্পষ্ট দরজাগুলো 

যেখানে যেতে চাই না - 

তবুও সে বাধ্য করে আমাদের 

মনকে নিয়ে যাবার জন্যে।

আহত হৃদয় বসে থাকে গাছের তলায়,

যেখানে বাতাস বইতে থাকে।


যদি আমাদের জীবনের উত্তর খুঁজে বেড়াই,

তবুও সময় অসমর্থ 

তার দখলে থাকে ক্ষমতা

যা প্রকৃতিকে পরিবর্তন করে

আমাদের শৈশবের দৃশ্য গুলোকে প্রহার করে।


সামাজিকতা ও ভালোবাসা 

দুলতে থাকে  - 

উত্তরের বাতাসে বিশ্রীভাবে।

 কি এমন মনুষ্যত্ব আছে

যা আমার প্রকৃত ব্যাপারকে 

উদঘাটিত করবে ?

কি এমন লজ্জাজনক গোপনীয়তা আছে 

যা চাঁদের ছায়ার মধ্যে লুকিয়ে আছে ?

 


সমস্তবছর ধরে আমাদের চাহিদাগুলো 

আর ব্যাথিত করে না

আর কতদিন বইবো আমার জীবনকে - 

হাতের মুঠোর মধ্যে প্রশ্নের কৈফিয়ত

হতবাক আমি  - 


যদিও ভগবানরা জয়ের আনন্দ অতিক্রম করে

এই বরখাস্ত শহরের মধ্যরাতে ।।

No comments