মিস মেদিনীপুর প্রতিযোগিতা এখন হলদিয়াতে বর্ণপরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেদিনীপুর, স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার মেদিনীপুর, অগ্নিযুগের শিশু শহীদ বীর ক্ষুদিরামের জন্ম মেদিনীপুর। সেই মেদিনীপুরের কথা বললে সকলেই …
মিস মেদিনীপুর প্রতিযোগিতা এখন হলদিয়াতে
বর্ণপরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেদিনীপুর, স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার মেদিনীপুর, অগ্নিযুগের শিশু শহীদ বীর ক্ষুদিরামের জন্ম মেদিনীপুর। সেই মেদিনীপুরের কথা বললে সকলেই মেদনাপুরের ভূত বলেই উপহাস্য করে। ফিল্ম ইন্ডাস্ট্রিতেই যারা স্থান পেয়েছে তারা সকলেই নিজের জেলার নাম গোপন রেখেই কখনোই বোম্বে আর্টিস্ট কখনোবা বলতো কলিকাতায় তাদের জন্ম সেই সুবাদে ফিল্মি ইন্ডাস্ট্রিতেই তারা স্থান পেয়েছে।
এখনো পর্যন্ত কোনো সিরিয়াল বা সিনেমা জগতে কোন নায়ক বা নায়িকা মেদিনীপুর থেকে উঠে আসেনি যারা এসেছে তারা কিন্তু অন্য জায়গার নাম করেই স্থান করে নিয়েছেন ।
সদ্য রাজ্য সরকারের চলচ্চিত্র জগতের অন্যতম ঘাটালে সাংসদ দেব কিন্তু তাকে বোম্বে থেকে এসেছে তাই পূর্ব মেদিনীপুর জেলার কথা অনেক পরেই জানতে পেরেছে। ডেয়ার ডল কনস্ট্রাকশন উদ্যোগে শুরু হচ্ছে শিল্প-সংস্কৃতির শহর হলদিয়া মিস মেদিনীপুর।
সংস্থার প্রোপাইটার ডলি ভৌমিক জানান মেদিনীপুর জেলার অনেক প্রতিভা রয়েছে শিক্ষা-সংস্কৃতি ক্রীড়া জগতে কিন্তু মেদিনীপুর বললেই অন্যান্য জেলার মানুষ নাক ছিটকে নেয়। স্বাধীনতা পেয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সংগ্রামী স্বাধীনতা আন্দোলনের পট ভূমিকা নিয়ে। আর সেই মেদিনীপুর কে ঘৃণা করে তাই আমরা এই এলাকার মহিলাদের নতুন জগতে প্রবেশ করতে পারে তার জন্যই মিস মেদিনীপুর নামেই এই প্রতিযোগিতা হবে শিক্ষা সংস্কৃতির শহর হলদিয়া ট্রেড সেন্টারে।
মেদিনীপুরে মেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবেন। কারা অংশ নিতে পারবেন? উদ্যোগতারা যেমনটা জানালেন দেখতে ভালো,পাঁচ ফুটের উপর লম্বা, ভালো কথা বলার ধরন,নুনতম উচ্চমাধ্যমিক পাশ মেয়েরা "মিস মেদিনীপুর" প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তাদের মধ্যে কয়েকজনকে বেছে নিয়ে তাদের তালিম দেওয়ার ব্যবস্থা করা হবে। যাতে তারা "মিস মেদিনীপুর" থেকে " মিস ইন্ডিয়া" যেতে পারে।
তিনি জানালেন ১৮ বছরের থেকে শুরু মহিলারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন কোন এন্ট্রি ফি লাগবে না তবে আগামী ১৮ই নভেম্বরের মধ্যে তাদের যোগাযোগ করতে হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুথিকা এন্টারপ্রাইজ কর্ণধার শ্যামল উত্থাসিনী ।
তিনি আরো জানান যারা এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করবেন তাদেরকেই যুথিকা ফিল্ম এন্টারপ্রাইজ সিনেমা করার সুযোগ দেওয়া হবে। ২৪ শে নভেম্বর হলদিয়া ট্রেড সেন্টারে সকলের দেখার জন্য থাকছে উন্মুক্ত দরজা।
No comments