ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/_lcmXWSakKk
নারায়ন স্কুলের লাইভ মডেল প্রতিযোগিতা
পুরানো ঐতিহ্যকে বহন করে শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা লাইফ মডেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। হারিয়ে যাওয়া নবান্ন উৎস…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/_lcmXWSakKk
নারায়ন স্কুলের লাইভ মডেল প্রতিযোগিতা
পুরানো ঐতিহ্যকে বহন করে শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা লাইফ মডেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। হারিয়ে যাওয়া নবান্ন উৎসব মাঠে সোনার ফসল ফলতে গিয়ে নাঙ্গল চালিয়ে যে সোনা ফোলাতো কৃষক সেই নাঙ্গল এখন হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে কাঁশার থালায় তালপাতার পাখা বাতাস করে রমণী তার স্বামীকে যত্ন করে খাওয়ানোর দিন এসেছে ইলেকট্রনিক্স পাখা অথবা এসি রুম আসার থালার বদলে এসেছে কড়ি পাথরের থালা, সবটাই বদলে যাচ্ছে বিজ্ঞানের অগ্রগতি ঘটছে। সদ্য চন্দ্রযান ৩ সফল হয়েছে ভারতীয় বিজ্ঞানীরা। তারপরেই সূর্য যান সফল হয়েছে। সেই সকল লাইভ মডেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন হলদিয়া নারায়ন স্কুলের কচিকাঁচারা।
হারিয়ে যাওয়া লোকগীতি সেতার সবটাই তাদের মডেল প্রতিযোগিতায় স্থান করে নিয়েছেন শতাধিকের উপর এই মডেল প্রতিযোগিতা চলে স্কুল প্রাঙ্গণে। হললিয়া বন বিষ্ণুপুর অবস্থিত নারায়ন স্কুল এই স্কুলের আদি প্রতিষ্ঠান সাউথ ইন্ডিয়ায়। কিন্তু সারা রাজ্য জুড়ে প্রায় ১৮ টি স্কুল রয়েছে আগামী বছরে আরো চারটি স্কুল তৈরি হবে। তার মধ্যে হলদিয়া অন্যতম স্কুলের ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ৮০০শিক্ষক অশিক্ষক কর্মচারী মিলে প্রায় ৭০ জন।
ক্রীড়া সংস্কৃতিক মডেল প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা তুলে ধরেছেন। অবিভাবকদের উপস্থিতি ছিল দেখার মত। বিভিন্ন ডিপার্টমেন্টের উদ্যোগেই মডেল প্রতিযোগিতা হয়। ভূত চতুর্দশী দিনে নারায়ন স্কুলে ছাত্র-ছাত্রীদের মডেল প্রতিযোগিতা সাধারণ মানুষের মন কেড়েছে স্কুলের প্রিন্সিপাল সহেলী গুহ বাসু বলেন মাধ্যমিক উচ্চমাধ্যমিক তারা অন্যান্য স্কুলের থেকে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে তমলুক সহ হলদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা আছেন তাদের জন্য রয়েছে বিশেষ বাসের ব্যবস্থা শিল্প ও সংস্কৃতির শহর সেই শহরের সারা রাজ্যের সাথেই নতুন পালক উন্মোচিত হয়েছিল ২০১৮ সালে বন বিষ্ণুপুর গ্রামে নারায়ন স্কুল।
No comments