ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/QtCYTrPd4HM
৩৫ তম বর্ষে নাড়ারচক গ্রামের শ্যামা পূজার উদ্বোধনে- আজগর
ভূত চতুর্দশীর পূর্ণ লগ্নে দীপান্বিতা উৎসবে শিল্প-সংস্কৃতির শহর হলদিয়া নাড়ার চক গ্রামের এভারগ্রীন স্পোর্টিং ক্লাবের ৩৫ তম …
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/QtCYTrPd4HM
৩৫ তম বর্ষে নাড়ারচক গ্রামের শ্যামা পূজার উদ্বোধনে- আজগর
ভূত চতুর্দশীর পূর্ণ লগ্নে দীপান্বিতা উৎসবে শিল্প-সংস্কৃতির শহর হলদিয়া নাড়ার চক গ্রামের এভারগ্রীন স্পোর্টিং ক্লাবের ৩৫ তম বর্ষের দীপান্বিতা উৎসবে সূচনা করলেন কার রেসিং চ্যাম্পিয়ন রাজ্য কাবাডি এসোসিয়েশনের সভাপতি হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর আজগর আলী পল্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া থানার আধিকারিক বৃন্দ। গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে মঙ্গল প্রদীপ জেলে লাল ফিতা কেটে মন্ডপ উদ্ধোধন ও মণ্ডপের দারদঘাটন করলেন উদ্বোধনী মঞ্চ থেকে শতাধিক গ্রামের মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন। মায়ের কাছে অঞ্জলি দেবে তাই গ্রামের পক্ষ থেকে গ্রামের মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হল। কোভিড কাটিয়ে ডেঙ্গু মহামারী দেখা দিয়েছে তাই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের এবং ডেঙ্গু প্রতিরোধের জন্য পূজো মণ্ডব ঘিরে রয়েছে প্রচার অভিযান । ডেঙ্গু থেকে দূরে থাকতে তাই গ্রামের মানুষদের মশারির বিতরণ করলেন।
শিল্প শহর হলদিয়া কারখানার জন্য বাড়ছে দূষণ। দূষণ মুক্ত করতে এলাকা বৃক্ষ রোপন সূচনাও চারা গাছ বিতরণ। জানালেন পুজো কমিটির সম্পাদক রথিন দাস তিনি বলেন রক্তের চাহিদা মেটাতে আমরা রক্তদান শিবির গ্রামের মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য স্বাস্থ্য পরীক্ষা নতুন প্রতিভা অন্বেষণের জন্য গ্রামের ছেলে মেয়েদের একদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান এই পুজো মণ্ডপে অনুষ্ঠিত হবে যদিও এই মন্ডপ ঘিরে থাকছে বিভিন্ন ব্যান্ড এবং লোকসংস্কৃতি প্রসার ঘটাতে যাত্রা অনুষ্ঠান বিভিন্ন রঙের সেজে উঠেছে গ্রামের পুজো মন্ডপ।
পুজো মণ্ডপকে ঘিরে বিভিন্ন ধরনের দোকান আলোর রোশনায় ঝলমল করছে গ্রাম আবাল বৃদ্ধ বনিতা ৮ থেকে ৮০ সকলেই পুজো মণ্ডপে হাজির। চলবে কয়েকদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সকলের সাদর আহ্বান জানালেন গ্রাম কমিটির সভাপতি তথা উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি বাদল চন্দ্র ধাড়া।
No comments