ফলের দোকানে বিক্রি হচ্ছে নিষিদ্ধ শব্দবাজি ফল দোকানের আড়ালে চলত নিষিদ্ধ ৎবাজি বিক্রি । বেশ কিছুদিন এভাবেই চলার পর স্থানীয় দুই একজন তা জানতে পারেন । খবর পেয়ে সুতাহাটা থানার পুলিশ মনোরঞ্জন মল্লিক নামে ওই ফল বিক্রেতাকে পাকড়াও করে…
ফলের দোকানে বিক্রি হচ্ছে নিষিদ্ধ শব্দবাজি
ফল দোকানের আড়ালে চলত নিষিদ্ধ ৎবাজি বিক্রি । বেশ কিছুদিন এভাবেই চলার পর স্থানীয় দুই একজন তা জানতে পারেন । খবর পেয়ে সুতাহাটা থানার পুলিশ মনোরঞ্জন মল্লিক নামে ওই ফল বিক্রেতাকে পাকড়াও করে । গত রাতে সুতাহাটা থানা এলাকার চৈতন্যপুর মোড়ের ঘটনা । উদ্ধার হয়েছে ১৫ কিলোগ্রাম বাজি । নিষিদ্ধ বাজি উদ্ধারে এলাকায় এমন পুলিশি অভিযান চলবে বলে থানা সূত্রে জানা গিয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জায়গায় তল্লাশি করে উদ্ধার হচ্ছে নিষিদ্ধ শব্দবাজি। ইতিমধ্যে হলদিয়া মহকুমার এলাকায় বেশ কয়েকটি এলাকা থেকে শব্দবাজি উদ্ধার করেছে কিন্তু এখনো শব্দবাজি রয়েছে বিভিন্ন দোকানের মাধ্যমে সেই অভিযান চলবে বলে জানিয়েছেন প্রশাসন।
No comments