Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী

ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী! ১১ নভেম্বর (শনিবার) ২০২৩ খ্রীঃভূত চতুর্দশীতে দুপুরে ১৪ রকমের শাখ খাওয়ার পর সন্ধ্যায় ১৪ রকমের প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত আছে।  এই ১৪ টি প্রদীপ জ্বালানো হয় আমাদের ১৪ পুরুষদের উদ্দেশ্যে। অশুভ শক্তি …

 



 ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী! ১১ নভেম্বর (শনিবার) ২০২৩ খ্রীঃ

ভূত চতুর্দশীতে দুপুরে ১৪ রকমের শাখ খাওয়ার পর সন্ধ্যায় ১৪ রকমের প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত আছে।  এই ১৪ টি প্রদীপ জ্বালানো হয় আমাদের ১৪ পুরুষদের উদ্দেশ্যে।

 অশুভ শক্তি ও অশুভ আত্মাদের হাত থেকে বাচার জন্য এই ১৪ প্রদীপ জ্বালানো হয়ে থাকে। পৌরাণিক কাহিনী অনুযায়ী,  এইদিন শিব ভক্ত রাজা বলি মর্ত্যলোকে আসে পূজো নিতে। চতুর্দশী তিথির ভরা অমাবস্যার অন্ধকারে,  রাজা বলির অনুসারীরা যাতে পথ ভুলে বাড়িতে ঢুকে না পরে, তার জন্য পথ দেখানোর উদ্দেশ্যে এই প্রদীপ জ্বালানো হতো।

↔️ প্রচলিত কাহিনী অনুযায়ী, পিতৃপক্ষের সময় পিতৃপুরুষদের মর্ত্যলোকে আগমন হয়, তারপর এই চতুর্দশী তিথিতেই শুরু হয় তাদের ফিরে যাওয়ার পালা। সে সময় তারা যেন পথভ্রষ্ট না হয়, সেজন্য ১৪ টি প্রদীপ জ্বালানো হয়।

নরকাসুর বধের কাহিনিঃ

এদিন ভগবান নরকাসুরকে বধ করেছিলেন। নরকাসুরের আরেক নাম ভুমাসুর। যিনি ১৬ হাজার  রাজকন্যাকে অপহরণ করে একটি গুহায় লুকিয়ে রেখেছিলেন।  তখন সেই ১৬ হাজার রাজকন্যা তাদের উদ্ধারের জন্যে ভগবানের কাছে প্রার্থনা করেন আর বলেন ভগবান, যেহেতু আমাদেরকে অপহরণ করা হয়েছে তাই কোনো পুরুষ আমাদেরকে গ্রহণ করবে না তাই আপনি আমাদেরকে গ্রহণ করুন। তখন ভগবান নরকাসুরকে বধ করে তাদেরকে উদ্ধার করেন এবং ১৬ হাজার রাজকন্যাকে বিবাহ করে তাদেরকে স্ত্রীর মর্যাদা দেন। আর তাদের জন্য ১৬ হাজার রাজপ্রাসাদ নির্মান করেন। আর নরকাসুর ভগবানের কাছে তার মৃত্যুদিবস যাতে সকলে পালন করে, এমন একটি মনস্কামনা করেছিলেন। ভগবান তার মনোবাসনা পূর্ণ করেন।

মহালয়াতে যেমন পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করা হয় ঠিক তেমনি ভূত চতুর্দশীতে ১৪ পুরুষের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয়।


No comments