Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১৬ তম বর্ষে নন্দীগ্রামে শহীদ দিবস পালন

১৬ তম বর্ষে নন্দীগ্রামে শহীদ দিবস পালননন্দীগ্রামে অপারেশন সূর্যোদয় দিবস ঘিরে চাপা উত্তেজনা। ঝামেলায়  এড়াতে করপল্লী অনুষ্ঠানে আগে শুভেন্দু পরে কুনাল দোলা ও পূর্ণেন্দুজমি আন্দোলনের নন্দীগ্রামে রাজনৈতিক ক্ষমতায় ফিরে পায় ২০০৭ সা…

 



১৬ তম বর্ষে নন্দীগ্রামে শহীদ দিবস পালন

নন্দীগ্রামে অপারেশন সূর্যোদয় দিবস ঘিরে চাপা উত্তেজনা। ঝামেলায়  এড়াতে করপল্লী অনুষ্ঠানে আগে শুভেন্দু পরে কুনাল দোলা ও পূর্ণেন্দু

জমি আন্দোলনের নন্দীগ্রামে রাজনৈতিক ক্ষমতায় ফিরে পায় ২০০৭ সালের ১০ই নভেম্বর সূর্যোদয় অভিযানকে ডাক দিয়েছিলেন রাজ্যে তৎকালীন শাসক দল সিপিএম।

সেদিনের রক্তাক্ত অভিযানে প্রাণ গিয়েছিল জমি আন্দোলনের একঝাক নেতাকর্মীর বেশ কয়েকজন এখনো নিখোঁজ সেই রক্তাক্ত সংগ্রামের বর্ষপূর্তিতে প্রতিবছর এই দিনটিতে নন্দীগ্রামের কর পল্লীতে আয়োজিত হয় । শহীদ স্মরণ অনুষ্ঠান ২০২১ সালে নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পরেই বদল ঘটেছে রাজ্যে রাজনৈতিক সমীকরণের আর তার পর থেকে এই শহীদ দিবস ঘিরে উত্তেজনার পারদ ক্রমেই উদ্ধমুখী।

পরিস্থিতি সামাল দিতে এবার আগে থেকেই তৎপর পুলিশ প্রশাসন পুলিশ শহীদ বেদীতে কে আগে অনুষ্ঠান করবেন তা নিয়ে দুই গোষ্ঠী তৃণমূল ও বিজেপি নেতাদের মধ্যে বৈঠক হয় গত ৭ নভেম্বর সেই বৈঠকে প্রথম সভা করার অনুমোদন চায় বিজেপি সেই মতোই শনিবার সকাল আটটায় কর পল্লী শহীদ বেদীতে স্মরণ সভা আয়োজন করেছে গেরুয়া শিবির।

বেলা ৮টা নাগদ এই সভায় যোগ দেন শুভেন্দু অধিকারী সাড়ে নটায় বিজেপির অনুষ্ঠান শেষ করার কথা থাকলেও বিলম্বিত হয় বলেই জানা যায়।

 অন্যদিকে তৃণমূলের তরফে বেলা দশটা থেকে কর পল্লীতে অনুষ্ঠান আয়োজিত হয় যেখানে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ সাংসদ দোলা সেন মন্ত্রি পূর্ণেন্দু চ্যাটার্জী এছাড়াও দুই মন্ত্রী  অখিল গিরি, বিপ্লব রায় চৌধুরী, প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র , পূর্ব মেদনীপুর জেলা তাম্রলিপ্ত জেলার তৃণমূল কংগ্রেস যুব সভাপতি আজগর আলি পল্টু সহ তৃণমূলের  নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূলের নেতৃত্বের উপস্থিত ছিলেন।

 

No comments