দেভোগ সার্বজনীন দুর্গোৎসবের সূচনা করলেন মন্ত্রী- বিপ্লবহলদিয়ার প্রবেশ দ্বার সিটি সেন্টার এবং তারই সংলগ্ন দেভোগ গ্রাম মোরাম রাস্তা তাদের পুজোয় ফিটে কেটে মঙ্গল প্রদীপ প্রজজলন করে পূজোর উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তর…
দেভোগ সার্বজনীন দুর্গোৎসবের সূচনা করলেন মন্ত্রী- বিপ্লব
হলদিয়ার প্রবেশ দ্বার সিটি সেন্টার এবং তারই সংলগ্ন দেভোগ গ্রাম মোরাম রাস্তা তাদের পুজোয় ফিটে কেটে মঙ্গল প্রদীপ প্রজজলন করে পূজোর উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর চেয়ারম্যান ইনকাউন্সিলর আজিজুল রহমান বিশিষ্ট সমাজসেবী নূর হোসেন প্রমুখ।
মহাপঞ্চমীর পুণ্যলগ্নে হলদিয়া মোরাম-রাস্তা দেভোগ সার্ব্বজনীন দুর্গোৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠানের সুন্দর মুহূর্ত।
No comments