Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জীবনযাত্রা আজ যন্ত্রশক্তি নির্ভর

আধুনিক জীবনযাত্রা আজ যন্ত্রশক্তি নির্ভর । জগৎ জুড়ে যেন যন্ত্ররাজের শাসন চলছে । 
মোবাইল, ল্যাপটপ, ওয়াশিং মেশিন , হেডফোনের পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ছড়াছড়ি । এবার তাই ৫৪ তম বর্ষে হলদিয়ার হাজরা মোড় মৈত্রীভূমির পুজো ম…

 





আধুনিক জীবনযাত্রা আজ যন্ত্রশক্তি নির্ভর । জগৎ জুড়ে যেন যন্ত্ররাজের শাসন চলছে । 


মোবাইল, ল্যাপটপ, ওয়াশিং মেশিন , হেডফোনের পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ছড়াছড়ি । এবার তাই ৫৪ তম বর্ষে হলদিয়ার হাজরা মোড় মৈত্রীভূমির পুজো মন্ডপের থিম হয়েছে "করি যন্ত্রের বন্দনা/তবু যন্ত্রেই যন্ত্রনা" । ৬০ কিলোগ্রাম অ্যালুমিনিয়াম সিট, ৩০০ পিস লোহার রড, দেড়শ পিস হলো পাইপ, ১৫০০ মিটার ওয়ারিং পাইপ,১৫০০ মিটার ফাইবার পাই ৩০০ পিস প্লাস্টিকের সান প্যাক,৩৫০ পিস মাটির ভাড়, ২৫০ মিটার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এই মন্ডপের শিল্প কাজ ফুটিয়ে তোলা হচ্ছে । মহিষাদলের মন্ডপশিল্পী চন্দন মাইতি তত্ত্বাবধানে ৩০ জন মহিলা সহ শিল্পী এবং ২০জন পুরুষ সহ শিল্পী দীর্ঘ তিন মাস ধরে এই মন্ডপের কারু কাজ করেছেন । এবার এই পুজোর বাজেট ৪০ লাখ টাকা । ৮০ ফুট চওড়া, ৭০ ফুট লম্বা এবং ৫০ ফুট উচ্চতার এই মন্ডপ হলদিয়ার বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ।   

                 যন্ত্রদানব আজ কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগে যন্ত্রমানবে পরিণত হতে চলেছে । বিশ্বখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং ভয় পেয়েছিলেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা একদিন সম্পূর্ণভাবে মানুষের জায়গা দখল করতে পারে । এবার সেটাই সত্যি হতে চলেছে । মৈত্রীভূমির পুজো মণ্ডপে সামাজিক সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে শিল্পের আঙ্গিকে তা তুলে ধরা হয়েছে ।

শিল্পভাবনায় ফুটে উঠেছে রোবট-মানুষ - ঠিক যেন অর্ধনারীশ্বর হরগৌরি । মুখের একাংশ মানুষের, অন্যদিকে রোবট । মুখোশ ছাড়াও থাকবে অসংখ্য রোবট । মন্ডপে ঢোকার মুখে থাকবে টিনের তৈরী বিশাল পাখি যেন মানুষের প্রতিবিম্ব । মোবাইলে আটকে থাকা ছোট ছোট পাখি - মনে করিয়ে দেয় দৈনন্দিন ঘটনা প্রবাহে প্রকৃতিও পাল্টে গিয়েছে । প্রকৃতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি আমরাই । সময় এসেছে সাবধান হাওয়ার । যন্ত্রদানবকে যন্ত্রমানব হিসাবে ব্যবহার করা ভীষণ জরুরি হয়ে পড়েছে । মায়ের চরণে সম্পূর্ণ আত্মনিবেদিত মহিষাসুরও যেন তাই বলতে চায় । ভক্তকুলের আর্তি দানবীয় শক্তি রূপান্তরিত হোক মানবিক শক্তিতে । আর সেই পথে জগতের কল্যাণ আসবে । সমাজ কল্যাণে ডেঙ্গু প্রতিরোধ ভাবনায় পুজো পর্বে ৬০০ জন দুস্থ ব্যক্তির হাতে মশারি তুলে দেওয়া হচ্ছে  ।

No comments