কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েআসেন নন্দীগ্রামের যুবক গ্রেপ্তার করল পাঞ্জাব পুলিশ
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে এক যুবক পাঞ্জাবের আবাসিম নগরে প্লাইউড কারখানা কাজ করতেন। কর্তৃপক্ষের অজান্তে বহু প্লাই বিক্রি করেছেন সেই সকল টাকা চি…
কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েআসেন নন্দীগ্রামের যুবক গ্রেপ্তার করল পাঞ্জাব পুলিশ
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে এক যুবক পাঞ্জাবের আবাসিম নগরে প্লাইউড কারখানা কাজ করতেন। কর্তৃপক্ষের অজান্তে বহু প্লাই বিক্রি করেছেন সেই সকল টাকা চিট করে পালিয়ে এসেছিলেন নন্দীগ্রামের যুবকসাবির আলি ৪০৮ এবং ৪২০ নম্বর ধারা।
পাঞ্জাব থেকে একদল পুলিশ নন্দীগ্রাম থেকে ওই যুবককে গ্রেফতার করে। ওই যুবককে হলদিয়া আদালতে তোলা হল । হলদিয়া মহকুমার আদালতে পাঞ্জাব পুলিশ টানজিং রিমান্ড চেয়েছিলেন। মহামান্য আদালত চারদিনের টানজিং রিমান্ড মঞ্জুর করেন। আজ ওই যুবককে নিয়ে পাঞ্জাবে রওনা হলেন পাঞ্জাব পুলিশ।
No comments