পূর্ব মেদিনীপুর জেলা দুর্গাপূজার কার্নিভাল ২৬ শে অক্টোবর আগামী ২৬ অক্টোবর পূর্ব মেদিনীপুর জেলার দুর্গাপুজো কার্নিভাল হবে তমলুক শহরে মহকুমা শাসকের অফিসের প্রাঙ্গণে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে। বুধবার সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার…
পূর্ব মেদিনীপুর জেলা দুর্গাপূজার কার্নিভাল ২৬ শে অক্টোবর
আগামী ২৬ অক্টোবর পূর্ব মেদিনীপুর জেলার দুর্গাপুজো কার্নিভাল হবে তমলুক শহরে মহকুমা শাসকের অফিসের প্রাঙ্গণে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে। বুধবার সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য এ কথা জানান। তাঁর কথায়, "শোভযাত্রা হাসপাতাল মোড়ের দিক থেকে হলদিয়া-মেচেদা রাজ্য ধরে এগিয়ে মহকুমা শাসকের অফিসের সামনে দিয়ে নিমতলার যাবে।”
প্রসঙ্গত, গত বছর প্রথমবার জেলায় কার্নিভাল তমলুক শহরে। এ বছর একই জায়গায় আয়োজন করা হচ্ছে। এ দিন জেলা পুলিশ সুপার জানান, পুজোর জেলায় পুজো মণ্ডপ-সহ রাস্তাগুলিতে নিরাপত্তা ও ভিড়ের সামাল দেওয়া, যানবাহন চলাচল নিয়ন্ত্রণের জন্য প্রায় ৫ হাজার পুলিশ থাকছে।
বুধবার চতুর্থীর সন্ধ্যায় একাধিক দুর্গাপুজোর উদ্বোধন হল জেলার বিভিন্ন এলাকায়। বুধবার বিকেলে চণ্ডীপুরের চৌখালি সার্বজনীন কমিটির পুজোর করেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। এ দিন সন্ধ্যায় চণ্ডীপুর ব্লকের বোরোজ সার্বজনীন দুর্গোৎসবেরও উদ্বোধন করেন রাজ্যের অখিল গিরি।
No comments