Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বন্দরের ভিতরে যুবকের মৃত্যুতে ফরেন্সিক দল

বন্দরের  ভিতরে যুবকের মৃত্যুতে ফরেন্সিক দল
অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মঙ্গলবার ঘটনাস্থলে এলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। তদন্তের স্বার্থে নমুনা সংগ্রহ করলেন তাঁরা।গত ৪ অক্টোবর ভোরে বন্দরের ৪ নম্বর বার্থে 'কাভো আলকাইন' নামের একটি …

 




বন্দরের  ভিতরে যুবকের মৃত্যুতে ফরেন্সিক দল


অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মঙ্গলবার ঘটনাস্থলে এলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। তদন্তের স্বার্থে নমুনা সংগ্রহ করলেন তাঁরা।

গত ৪ অক্টোবর ভোরে বন্দরের ৪ নম্বর বার্থে 'কাভো আলকাইন' নামের একটি বিদেশি জাহাজের ডেকে উদ্ধার হয় ভগবানপুরের বেতুলিয়ার বাসিন্দা শেখ হোজাইফা হোসেনের (৩১) মৃতদেহ। ঘটনার পরই পুলিশ ক্যাপ্টেন ও নাবিক- সহ জাহাজটিকে আটক করেছিল। তবে গত ৬ অক্টোবর অনুমতি নিয়ে বন্দর ছেড়ে চলে যায় জাহাজটি। ওই ফের মেরিন দফতরের তলবে জাহাজটি বন্দরের ফিরে আসে। এখনও সেটি সেখানে রয়েছে।গত ৮ অক্টোবর ঘটনায় হলদিয়া থানায় অভিযোগ জানান মৃতের দাদা আহমেদ হোসেন। তার ভিত্তিতে খুনের মামলা রুজু করে পুলিশ। তদন্তের স্বার্থে ক্যাপ্টেন এবং নাবিকদের জেরাও করেছে পুলিশ। এরই মধ্যে এদিন ফের তদন্তের জন্য আসে ফরেন্সিক দল।

No comments