Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজয়া দশমী - মতিলাল দাস

সু-প্রভাত। শুভ কামনা। বছর শেষে যেমন নতুন বছরের শুভাগমন হয়। তদ্রুপ দুর্গাপূজায় বিজয়া দশমী আমাদের এক অনাবিল আনন্দে ভরিয়ে তোলে। যেন এক অফুরন্ত ভালোবাসার টানে দোলায়িত হয় দিগদিগন্ত। মা আমাদের অশুভশক্তিকে বিনাশ করে প্রতিষ্ঠা করেন শান্ত…

 



সু-প্রভাত। শুভ কামনা। বছর শেষে যেমন নতুন বছরের শুভাগমন হয়। তদ্রুপ দুর্গাপূজায় বিজয়া দশমী আমাদের এক অনাবিল আনন্দে ভরিয়ে তোলে। যেন এক অফুরন্ত ভালোবাসার টানে দোলায়িত হয় দিগদিগন্ত। মা আমাদের অশুভশক্তিকে বিনাশ করে প্রতিষ্ঠা করেন শান্তি, সংস্থাপন করেন নতুন এক  ভাবময় আবহাওয়া। শুভ বিজয় দশমীর প্রাক্কালে কামনা করি পৃথিবী ভরে উঠুক শান্তিতে। জয় মা দুর্গা

সকল বন্ধুদের স্তর বিন্যাসে শুভ বিজয়ার শুভেচ্ছা ভালোবাসা প্রণাম ও একরাশি অভিনন্দন। 


বিজয়া দশমী 


বিজয়া দশমীতে মা আমাদের

শ্বশুরবাড়ি যাবে চলে

তাই তো আজ সবার নয়ন 

ভরেছে অঝোর জলে।


নাচের তালে কোমর দোলে 

সিঁদুর খেলায় মাতলো 

ঢাকের আওয়াজ গানের সুরে 

ধুনুচির ধোঁয়ায় নাচলো। 


মাগো আবার এসো তুমি 

একটি বছর পরে 

সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দিও 

সবার ঘরে ঘরে ।


কোলাকুলি নমস্কার আর 

প্রনামের ছড়াছড়ি 

আনন্দেতে মাতলো ভুবন আর 

কিছু নেই বাড়াবাড়ি।


কৈলাশেতে চলে ঐ মা 

ভগবতির পরিবার

দুর্গা মায়ের জয়ধ্বনি 

মুখে সবার বারবার।


তোর ই হাতে দমন অসুর

তোর ই হাতে শেষ

বিদায় বেলা মিষ্টিমুখে

রইলো হাসির রেশ।


যাবারবেলায় কান্নাকাটি 

ভাল্লাগেনা ছাই

আসছে বছর তাড়াতাড়ি 

আবার আসা চাই।

No comments