শূন্যতা-দুর্গাপদ মিশ্র
আমি দৌড়েছি অসমাপ্ত চাহিদারের পিছনে, এক শূন্যতা থেকে আরেক শূন্যতায়।ভেবেছিলাম একদিন পূর্ণ হব; ভেবেছিলাম একদিন সব পাওয়া যাবে! কিন্তু আজ আয়নার সামনে দাঁড়িয়ে দেখি, আমি ফাঁকা আমার ভেতরের শূন্যতার গর্জন ।…
শূন্যতা-
দুর্গাপদ মিশ্র
আমি দৌড়েছি অসমাপ্ত চাহিদারের পিছনে,
এক শূন্যতা থেকে আরেক শূন্যতায়।
ভেবেছিলাম একদিন পূর্ণ হব;
ভেবেছিলাম একদিন সব পাওয়া যাবে!
কিন্তু আজ আয়নার সামনে দাঁড়িয়ে দেখি,
আমি ফাঁকা আমার ভেতরের শূন্যতার গর্জন ।
যা কিছু জোর করেছি,
সবই মায়ার প্রতিচ্ছবি- ছুতে গেলেই বিলীন।
আমি শুধু এক অস্তিত্বহীন উদাহরণ-
নামহীন, রূপহীন, শূন্যতায় গড়া।
No comments