ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/pm7zgU7nmOoনবমীর পুণ্য লগ্নে আজাদ হিন্দ নগরের মহাপ্রসাদ বিতরণশিল্প সংস্কৃতির শহর হলদিয়া হলদিয়া পৌরসভা ২৮ নম্বর ওয়ার্ড আজাদ হিন্দ নগরোন্নয়ন সমিতির"পুজো মন্ডপের ষষ্ঠী থেকে চলছে বিভিন্…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/pm7zgU7nmOo
নবমীর পুণ্য লগ্নে আজাদ হিন্দ নগরের মহাপ্রসাদ বিতরণ
শিল্প সংস্কৃতির শহর হলদিয়া হলদিয়া পৌরসভা ২৮ নম্বর ওয়ার্ড আজাদ হিন্দ নগরোন্নয়ন সমিতির"পুজো মন্ডপের ষষ্ঠী থেকে চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
মহাষষ্ঠীর পুণ্যলগ্নে, মন্ডপ ও মায়ের মূর্তি উন্মোচিত হয়েছিল। আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতির উদ্যোগে দুস্থদের নতুন পোশাক বিতরণ চারা গাছ বিতরণ এবং রক্তদান শিবির সারা বছর ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন। কোভিড মহামারী চলে যাওয়ার পর এখন ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন বহু মানুষ সেজন্যই সমিতি এলাকায় ডেঙ্গু বিজয় অভিযান বিচিং পাউডার এবং রাসায়নিক স্প্রে করা হচ্ছে পুজোকে কেন্দ্র করে এলাকার ছেলেমেয়েদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
আজ মহানবমী, সকাল থেকে মায়ের ভোগ বিচরণ করা হলো বহু মানুষ এদের মায়ের ভোগ গ্রহণ করলেন এবং সন্ধ্যা হতেই জি বাংলা খ্যাত শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে এলাকার সকল সদস্যবৃন্দ শারদোৎসবে মেতে উঠেছে আবাসিক "আজাদ হিন্দ নগরোন্নয়ন সমিতির"পুজো মন্ডপ। এলাকার সকল সদস্য, সদস্যারা উৎসবে আনন্দ মুখরিত হলেন। জানালেন সমিতির সদস্য ও সদস্যবৃন্দ।
No comments