Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জনপ্রিয় ঔপন্যাসিক ও ছোটো গল্পকারের জন্মদিনে শ্রদ্ধায় স্মরণ করি বিভূতিভূষণ মুখোপাধ্যায়

জনপ্রিয় ঔপন্যাসিক ও ছোটো গল্পকারের    জন্মদিনে শ্রদ্ধায় স্মরণ করি বিভূতিভূষণ মুখোপাধ্যায়
বিভূতিভূষণ মুখোপাধ্যায় (জন্ম : ২৪ অক্টোবর, ১৮৯৪ - মৃত্যু : ৩০ জুলাই, ১৯৮৭) ছিলেন বাংলা সাহিত্যে জনপ্রিয় ঔপন্যাসিক ও ছোট গল্পকার। সাহিত্য…

 




জনপ্রিয় ঔপন্যাসিক ও ছোটো গল্পকারের

    জন্মদিনে শ্রদ্ধায় স্মরণ করি বিভূতিভূষণ মুখোপাধ্যায়


বিভূতিভূষণ মুখোপাধ্যায় (জন্ম : ২৪ অক্টোবর, ১৮৯৪ - মৃত্যু : ৩০ জুলাই, ১৯৮৭) ছিলেন বাংলা সাহিত্যে জনপ্রিয় ঔপন্যাসিক ও ছোট গল্পকার। সাহিত্যের বিভিন্ন ধারার উপন্যাস ও গল্পগ্রন্থের রচয়িতা। রসরচনায়ও রয়েছে তাঁর অসামান্য দক্ষতা। তিনি অনেক কৌতুক ও রঙ্গরসের গল্পও লিখেছেন।


জন্ম ও শিক্ষাজীবন : 

বিভূতিভূষণ মুখোপাধ্যায় ১৮৯৪ সালের ২৪ অক্টোবর বিহারের দ্বারভাঙ্গা জেলার পান্ডুল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম বিপিন বিহারী মুখোপাধ্যায়। তাঁর আদি নিবাস হুগলী জেলার চাতরা হলেও তাঁর তিন পুরুষের বাস বিহারের দ্বারভাঙ্গায় ছিল। বিভূতিভূষণ দ্বারভাঙ্গা পীতাম্বরী বিদ্যালয়ের ছাত্র ছিলেন। দ্বারভাঙ্গা রাজ স্কুল থেকে ম্যাট্রিক এবং রিপন কলেজ থেকে আই এ পাশ করেন। তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে বি. এ. পাশ করেন।


কর্মক্ষেত্র :

তাঁর কর্মক্ষত্র ছিল বৈচিত্র্যময়। কর্মজীবনের প্রথম দিকে তিনি ইন্ডিয়ান নেশন পত্রিকার কার্যাধ্যক্ষের পদে আসীন ছিলেন। পরে বিহারের দ্বারভাঙ্গায় মহারাজের সচিব হিসাবেও কাজ করেন। আবার পরবর্তিকালে কিছুকাল শিক্ষকতাও করেছেন। ১৯১৬ থেকে ১৯৪২ পর্যন্ত কর্মজীবনে বিভূতিভূষণ মুখোপাধ্যায় বিভিন্ন স্কুলে শিক্ষকতা, ধনী পরিবারে গৃহ-শিক্ষকতা করেছিলেন। শিক্ষকতা চলাকালীন তিনি নিজেকে লেখার কাজে নিয়োজিত করেন। সাহিত্যের বিভিন্ন ধারার উপন্যাস ও গল্পগ্রন্থের তিনি রচয়িতা। তাঁর জনপ্রিয়তম উপন্যাসটি হলো 'নীলাঙ্গুরিয়'। এছাড়াও তিনি অনেক কৌতুক ও রঙ্গরসের গল্পও লিখেছেন।


বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের কৌতুক গল্পের বই 'বরযাত্রী'র ছয় বন্ধু গণশা, ঘোঁতনা, ত্রিলোচন, গোরাচাঁদ, রাজেন আর কে. গুপ্ত বাংলা রসসাহিত্যের পরিচিত চরিত্র। অল্প দু-চার কথায় জীবন্ত চরিত্র সৃষ্টি করা, বা একটা সমাজকে এরকম সুস্পষ্টভাবে তুলে ধরতেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়। কৌতুক রসের এরকম বই হিসেবে বরযাত্রী সিরিজ বাংলা সাহিত্যে অনন্য। কৌতুক রসের তাঁর আরেকটি বিখ্যাত সৃষ্টি রানু সিরিজের গল্পগুলি। কিন্তু বিভূতিভূষণের প্রতিভা ছিল বহুমুখী। ছোটদের জন্য পুজোসংখ্যায় তিনি নিয়মিত লিখেছেন, পোনুর চিঠি ও অন্যান্য নানান গল্প - যা পরিণতমনস্ক পাঠকেরাও পরম উৎসাহে পড়েছেন।


তাঁর সাহিত্যকর্ম :

বরযাত্রী

রানু সিরিজের গল্পগুলি

স্বর্গাদপি গরীয়সী

দুয়ার হতে অদূরে

কুশীপ্রাঙ্গনের চিঠি

একই পথের দুই প্রান্তে

অযাত্রার জয়যাত্রা

পনুর চিঠি

কৈলাশের পাটরাণী

দুষ্টুলক্ষ্মীদের গল্প

জীবন তীর্থ ( আত্মজীবনী)

কাঞ্চনমূল্য (শরৎস্মৃতি পুরস্কার পান)

এবার প্রিয়ংবদা ( রবীন্দ্র পুরস্কার পান)। 


পুরস্কার লাভ :

বর্ধমান বিশবিদ্যালয় তাঁকে সম্মানসূচক 'ডি. লিট' উপাধি প্রদান করেন।  এছাড়াও তিনি

আনন্দ পুরস্কার, শরৎ স্মৃতি পুরস্কার, ও রবীন্দ্র পুরস্কার লাভ করেন।


No comments