"সুসংগত গণ জ্ঞাপন ও জনসংযোগ অনুষ্ঠান" মহিষাদল রাজ কলেজে।।
মহিষাদল রাজ কলেজে মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং ও এনএসএস এর উদ্যোগে "সুসংগত গণ জ্ঞাপন ও জনসংযোগ অনুষ্ঠান" সম্পন্ন হল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত…
"সুসংগত গণ জ্ঞাপন ও জনসংযোগ অনুষ্ঠান" মহিষাদল রাজ কলেজে।।
মহিষাদল রাজ কলেজে মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং ও এনএসএস এর উদ্যোগে "সুসংগত গণ জ্ঞাপন ও জনসংযোগ অনুষ্ঠান" সম্পন্ন হল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদল এর বিধায়ক তিলক কুমার চক্রবর্তী এবং মহিষাদল রাজ কলেজের অধ্যক্ষ ডক্টর গৌতম কুমার মাইতি। এছাড়া উপস্থিত ছিলেন এনএসএসের সমস্ত প্রোগ্রাম অফিসারগণ। উপস্থিত ছিল প্রায় দুই শতাধিক এনএসএসের ভলেন্টিয়ার। মহিষাদল রাজ কলেজের ছাত্র-ছাত্রী ছাড়াও আশেপাশের অন্যান্য কলেজের ছাত্র-ছাত্রী ও অধ্যাপকগণ উপস্থিত ছিলেন। রিল ভিডিও তৈরি, ছবি আঁকা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জনসংযোগ অনুষ্ঠানটি সম্পন্ন হল।
No comments