ডেঙ্গি সচেতনতা এগিয়ে এলো রামনগর ১ ব্লকের অন্তর্গত খাদালগোবরা জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলের।স্কুলের কচি কাচারা
ডেঙ্গি সচেতনতা এগিয়ে এলো পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকের অন্তর্গত খাদালগোবরা জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলের।স…
ডেঙ্গি সচেতনতা এগিয়ে এলো রামনগর ১ ব্লকের অন্তর্গত খাদালগোবরা জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলের।স্কুলের কচি কাচারা
ডেঙ্গি সচেতনতা এগিয়ে এলো পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকের অন্তর্গত খাদালগোবরা জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলের।স্কুলের কচি কাচারা এই দিন গ্রামে গ্রামে ঘুরে মানুষকে সচেতনতা করেন।ডেঙ্গি সচেতনতায় কি কি করনীয় রয়েছে তা তুলে ধরেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ পাত্র বলেন ছাত্র-ছাত্রীরা দ্বারাই এলাকার মানুষকে সচেতনতা করা সম্ভব হবে।তাই আজ বিদ্যালয়ের উদ্যোগে একটি সচেতনতা র ্যা লি করা হয়।এলাকায় এলাকায় লিফলেট বিলি করা হয়।ডেঙ্গু নাশক স্প্রে করা হয়।দীঘা অঘোর কামিনী ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও পদিমা ২ গ্রাম পঞ্চায়েত এই কর্মসূচিতে সফল করার লক্ষ্যে এগিয়ে আসেন। এই দিন উপস্থিত ছিলেন পদিমা ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত কর,স্বাস্থ্যকর্মী,বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা সহ এলাকার বিশিষ্ট মানুষজন।
No comments