Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দীঘায় সমুদ্রবিলাসী পর্যটকদের কাছে সেরা আকর্ষণ হতে চলেছে ‘প্রমোদতরী

দীঘায় সমুদ্রবিলাসী পর্যটকদের কাছে সেরা আকর্ষণ হতে চলেছে ‘প্রমোদতরীএবার পুজোয় দীঘায় সমুদ্রবিলাসী পর্যটকদের কাছে সেরা আকর্ষণ হতে চলেছে ‘প্রমোদতরী’। সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই তা চালু করতে চলেছে দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা। …

 



দীঘায় সমুদ্রবিলাসী পর্যটকদের কাছে সেরা আকর্ষণ হতে চলেছে ‘প্রমোদতরী

এবার পুজোয় দীঘায় সমুদ্রবিলাসী পর্যটকদের কাছে সেরা আকর্ষণ হতে চলেছে ‘প্রমোদতরী’। সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই তা চালু করতে চলেছে দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা। দীঘা নায়েকালী মন্দির সংলগ্ন চম্পা খাল থেকে যাত্রা শুরু করে সমুদ্রবক্ষে চলবে ‘এমভি নিবেদিতা’ নামক এই প্রমোদতরী। বর্তমানে প্রমোদতরীটি নায়েকালী মন্দিরের কাছে জেটিতে সেজে রয়েছে। প্রমোদতরীটিতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমুদ্রের অ্যাডভেঞ্চার আর বিনোদনের নানা ব্যবস্থা থাকবে। 

জানা গিয়েছে, প্রমোদতরীতে প্রতি এক ঘণ্টার জন্য ভ্রমণের ব্যবস্থা থাকবে। প্রাথমিকভাবে প্রত্যেকদিন দু’টি করে সফর নির্দিষ্ট করা হয়েছে। দু’টি ডেকে সর্বাধিক ৮০জন পর্যটক নির্দিষ্ট আসনে বসতে পারবেন। আধুনিক সুবিধাযুক্ত এই জলযানে ছোট রেস্তরাঁর পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা।  বাউল সহ বিভিন্ন লোকসঙ্গীত এবং আধুনিক গান পরিবেশিত হবে। থাকবে টিভিও। জলযানটি দীঘা, শঙ্করপুর সহ আশপাশের সমুদ্রবক্ষে তো বটেই,  খাঁড়ি এলাকাগুলিতেও ভ্রমণ করবে। 

এই প্রমোদতরীটি চালানো থেকে শুরু করে রেস্তরাঁ পরিচালনা-সবকিছুর দায়িত্ব ঠিকাদার সংস্থার হাতে তুলে দিয়েছে উন্নয়ন সংস্থা। টেন্ডার ডেকে একটি ঠিকাদার সংস্থাকে নিয়োগ করা হয়েছে। যদিও মাথাপিছু কত ভাড়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে প্রমোদতরীতে ভ্রমণের জন্য স্পট ও অনলাইন, দু’ধরনের বুকিংয়ের ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে। প্রতিদিন দু’টি ট্রিপ নির্দিষ্ট করা হলেও চাহিদা বাড়লে আগামীদিনে ট্রিপের সংখ্যাও বাড়ানো হবে।  

দীঘা থেকে শৌলা পর্যন্ত গিয়েছে ২৯কিলোমিটার দীর্ঘ মেরিনড্রাইভ রাস্তা। মাঝখানে রয়েছে ঝাউবন এবং ম্যানগ্রোভের প্রাকৃতিক সৌন্দর্য। পাখিদের কলকাকলিতে মুখরিত থাকে গোটা এলাকা। পর্যটকরা কখনও উত্তাল বা শান্ত ঢেউ ভেঙে সমুদ্রের শোভা উপভোগ করতে করতে অপূর্ব এবং মনোরম পরিবেশের মধ্য দিয়ে ভেসে চলবেন। যাত্রাপথে সমুদ্রতীরবর্তী মৎস্যজীবীদের গ্রাম এবং তাঁদের কর্মকাণ্ড দেখার সুযোগ রয়েছে। যাত্রা শেষে ফের নায়েকালী মন্দির সংলগ্ন এলাকায় ফিরে আসবে প্রমোদতরীটি। 

এতদিন পর্যটকরা সৈকত থেকে সমুদ্রের অপরূপ শোভা উপভোগ করেছেন। এবার প্রমোদতরীতে চেপে তাঁরা সমুদ্রযাত্রার আনন্দ উপভোগ করতে পারবেন। ইতিপূর্বে গঙ্গাবক্ষে প্রমোদতরী নামতে দেখা গিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে সমুদ্রবক্ষে প্রমোদতরী এই প্রথম। বিশেষ বিশেষ দিনে প্রমোদতরীর মধ্যে বিনোদনের ব্যবস্থা থাকবে। প্রয়োজনে ছোটখাট অনুষ্ঠান, পার্টি প্রভৃতির জন্যও ভাড়া করা যাবে। 

জানা গিয়েছে, রাজ্য পরিবহণ দপ্তরের তরফে আধুনিক সুবিধাযুক্ত এই জলযানটি হলদি নদীতে পর্যটকদের স্বার্থে চালানোর জন্য পাঠানো হয়েছিল। কিন্তু জলযানটি নিয়ে পর্যটকদের মধ্যে আগ্রহ ছিল না। তাই জলযানটি অনেকদিন ধরে পড়েছিল। তখন হলদিয়া উন্নয়ন সংস্থাকে দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার তরফে প্রস্তাব দেওয়া হয়, প্রমোদতরীটি তাদের হাতে তুলে দেওয়া হোক।  তাহলে পর্যটকদের বিনোদনের কথা মাথায় রেখে দীঘার সমুদ্রবক্ষে প্রমোদতরীটি চালানো যেতে পারে। হলদিয়া উন্নয়ন সংস্থা দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার হাতে চুক্তির ভিত্তিতে জলযানটি তুলে দেয়। তারপর তা চালানোর জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়। উন্নয়ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মানসকুমার মণ্ডল বলেন, প্রস্তুতি অনেকটাই চূড়ান্ত। পুজোর আগেই প্রমোদতরীটি চালু করার জন্য সবরকম চেষ্টা চলছে।

No comments