রাজ্য পুলিশের তদন্তের চরম গাফিলতিতে এবং সরকারি উকিলের নিস্কৃয়তার ফলে অপরাধীদের জেলমুক্তি ও সাজা কমানো হয়েছে, তারই বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
কামদুনি ধর্ষণ কান্ডে পশ্চিমবঙ্গ সরকারের অপদার্থতার কারণে CID ও রাজ্য পুলিশের তদন্তের চরম গা…
রাজ্য পুলিশের তদন্তের চরম গাফিলতিতে এবং সরকারি উকিলের নিস্কৃয়তার ফলে অপরাধীদের জেলমুক্তি ও সাজা কমানো হয়েছে, তারই বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
কামদুনি ধর্ষণ কান্ডে পশ্চিমবঙ্গ সরকারের অপদার্থতার কারণে CID ও রাজ্য পুলিশের তদন্তের চরম গাফিলতিতে এবং সরকারি উকিলের নিস্কৃয়তার ফলে অপরাধীদের জেলমুক্তি ও সাজা কমানো হয়েছে, তারই বিরুদ্ধে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে বৃহস্পতিবার বাজকুলে পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্রের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সংঘটিত হয়। মানস করমহাপাত্র কামদুনি ধর্ষণ কান্ডে অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করার সাথে সাথে নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা দেন। আজকের এই প্রতিবাদ সভায় প্রদেশ কংগ্রেস সোস্যাল মিডিয়া সেলের কোঅর্ডিনেটর তথা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শিউ মাইতি, সহ সভাপতি মসিউর রহমান প্রদেশ কংগ্রেস সম্পাদক তাপস কুমার মাইতি, জেলা সম্পাদক বিশ্বরঞ্জন মন্ডল, আলোক মিশ্র, প্রদেশ মাইনরিটি সেলের সম্পাদক সফিরুদ্দিন খান, জেলা মহিলা নেত্রী গীতা সামন্ত, ব্লক কংগ্রেস সভাপতিগন অসিত পাত্র, সেক নুরুল ইসলাম, স্বপন মহান্তি, মনোরঞ্জন জানা, বিশ্বজিৎ পানিগ্রাহী, সেক রেজাবুল, আসরাফুলতুল্লা, কংগ্রেস নেতা পার্থপ্রতিম রায়, সেক সানোয়ার, বিশ্বজিৎ পাল, সামসুল আলম খান, মতিহার আলি খান ,সহ জেলার ও ব্লকের নেতৃত্ব ও বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন।
No comments