এখনো নন্দীগ্রামের মানুষদের কাঠের সেতু পারাপার হতে হয়
এই কাঠের সেতু টি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার নন্দীগ্রাম ২ নম্বর ব্লক এর খোদামবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি সেতু। এই সেতু টি নন্দীগ্রাম ২ বিডিও অফিস …
এখনো নন্দীগ্রামের মানুষদের কাঠের সেতু পারাপার হতে হয়
এই কাঠের সেতু টি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার নন্দীগ্রাম ২ নম্বর ব্লক এর খোদামবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি সেতু। এই সেতু টি নন্দীগ্রাম ২ বিডিও অফিস এর সামনে থেকে খোদামবাড়ী ভীম বাজার যাওয়ার একমাত্র শর্টকার্ট রাস্তা।
এই সেতু টি গত কয়েক বৎসর ধরে শুধু রিপেয়ারিং করে যাচ্ছে। কোনো পাকা সেতু নির্মাণ করা হচ্ছে না, অথচ এই সেতু দিয়ে দিনে হাজার হাজার লোকের যাতায়াত। এই সেতু দিয়ে বিডিও অফিস, বি এল আরো অফিস, পোস্ট অফিস, সেন্টাল ব্যাংক, রেয়াপাড়া গ্রামীণ হাসপাতাল, গ্রাম পঞ্চায়েত অফিস, পুলিশ ফাঁড়ি, শিবালয় মন্দির, গার্ল স্কুল, প্রাইমারী স্কুল সমস্ত সরকারি প্রয়োজনীয় কাজের জন্য মানুষ জন যাতায়াত করে ।
এই সেতু দিয়ে প্রথমে মোটর সাইকেল এর যাতায়াত ছিল, কিন্তু এখন সেই যাতায়াত টাও বন্ধ করে দিয়েছে। এখন সাইকেল নিয়েও ঠিকঠাক যাতায়াত করা যাচ্ছে না, শুধু পায়ে হাঁটা ছাড়া আর কোনো উপায় নেই। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ জানাচ্ছি ।এই যাতায়াতের সেতু টি যদি পাকা করা হয় তাহলে অনেক মানুষের যাতায়াতের সুবিধা হবে।
No comments