Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

May 24, 2025

Weather Location

Popular Posts

Breaking News:

জেলার অন্যান থানার নাম বললেন কিন্তু হলদিয়া নাম বলতে ভুলেই গেলেন মুখ্যমন্ত্রী

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/uimvmLhy_wo
জেলার অন্যান  থানার নাম বললেন কিন্তু হলদিয়া নাম বলতে ভুলেই গেলেন মুখ্যমন্ত্রী
রাজ্যের মুখ্যমন্ত্রী ২২টি জেলার দুর্গাপূজার ভার্চুয়াল ভাবে দূর্গা  মন্ডপে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। …

 


ভিডিও দেখতে ক্লিক করুন।

https://youtu.be/uimvmLhy_wo


জেলার অন্যান  থানার নাম বললেন কিন্তু হলদিয়া নাম বলতে ভুলেই গেলেন মুখ্যমন্ত্রী


রাজ্যের মুখ্যমন্ত্রী ২২টি জেলার দুর্গাপূজার ভার্চুয়াল ভাবে দূর্গা  মন্ডপে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পূর্ব মেদিনীপুর জেলার ৩১ টি পুজো মন্ডপের উদ্বোধন করেন ৪:১৫ মিনিট  থেকে কালীঘাটে নিজ বাসভবন থেকে ভার্চুয়াল ভাবে আনুষ্ঠানিক পুজোর উদ্বোধন করেন।


 পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এগরা তমলুক এবং হলদিয়া এলাকায় ৩১ মন্ডপের উদ্বোধন করেন। তবে বিভিন্ন জায়গায় মন্ডপ প্রতিমা রংও পড়েনি । কাঁথি শহরের চারটি পুজো মণ্ডপ রয়েছে। তার মধ্যে মন্ডপে এবং প্রতিমার কাজ এখনো শেষ হয়নি। হলদিয়া মহকুমার এলাকায় নন্দীগ্রাম মহিষাদল এবং হলদিয়া মোট ৭টি পূজা মন্ডপের উদ্বোধন করেন।

নন্দীগ্রাম ১ খোদামবাড়ী ইউনিয়ন সার্বজনীন দুর্গোৎসব মহিষাদল বার্নিং স্টার ক্লাব এছাড়া সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির পুজো, হলদিয়া থানার অন্তর্গত দুটি জায়গায় পূজার উদ্বোধন হয় ব্রজনাথচক সার্বজনীন দুর্গোৎসব এবং রানিচক ওরিয়েন্টাল ক্লাব, দুর্গাচক থানার অন্তর্গত হাজরা মোড় মৈত্রী ভূমি এবং ভবানীপুর থানার অন্তর্গত মনোহরপুর সুবাস স্পোর্টিং ক্লাব । পূর্ব মেদনীপুর জেলা মন্ডপ উদ্বোধন করেন ৩১ টি পুজো মন্ডপের মধ্যে ৭ টি পূজা মন্ডপে ভার্চুয়াল মণ্ডপের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন পূজা মন্ডপে উপস্থিত ছিলেন বিডিও থেকে শুরু করে সংশ্লিষ্ট থানার ওসি আইসি। আজকের পুজো মন্ডপে পুজো সম্পাদক সভাপতির হাতে  রাজ্য সরকারের দেওয়া ৭০০০০ হাজার টাকা ও চেক তুলে দিলেন।

তবে পিতৃপক্ষ এখনো চলছে মহালয়ার দিন থেকে যদি পুজো মণ্ডপ গুলি উদ্বোধন হতো তাহলে মণ্ডপ এবং প্রতিমা সম্পূর্ণ হয়ে যেত এবং মাতৃ পক্ষ থেকে উদ্বোধন হলে আরো সুন্দর হতো বলে জানালেন হাজরামোড় মৈত্রী ভূমি পূজো কমিটির সম্পাদক আশীষ হাজরা তিনি বলেন বাংলার মাতৃ পক্ষের সূচনা থেকেই অর্থাৎ মহালয়া থেকে উদ্বোধন করলে মাতৃ বন্দনা থেকে শুরু হলে সুন্দর হতো। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দিন নির্ধারণ করেছেন সেজন্যই সকলের সহমত হয়েছেন আগামী দিনে পুজো মণ্ডপ মহালয়ার দিন থেকে উদ্বোধন হলে ভালো হতো বলে জানালেন।

জেলার একাধিক পুজো মণ্ডপ এবং মহকুমার নাম ঘোষণার সাথে থানা গুলির নাম বললেও একবারও হলদিয়ার নাম তিনি বললেন না । বিশেষ করে নন্দীগ্রাম মহিষাদল উল্লেখ করেছেন কিন্তু  অবিভক্ত সুতাহাটা এবং হলদিয়া বিধানসভা সেই বিধানসভা এলাকায় মোট ৫ টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন। সেখানে হলদিয়ার নামও একবার উচ্চারণ করেন নি মুখ্যমন্ত্রী। হলদিয়া একটি শিল্পনগর সারা ভারতবর্ষের মানচিত্রে স্থান করে নিয়েছেন।  সেই শিল্পনগর হলদিয়াকে রাজ্যের মুখ্যমন্ত্রী  ভুলে গেলেন?  প্রথম থেকে উৎসাহিত থাকলেও কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ থেকে হলদিয়া কোন পুজো কমিটি বা সুতাহাটা হলদিয়ার নাম না করায় অনেকেই দুঃখ প্রকাশ করলেন।

 কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন অন্যান্য এলাকার পুজো কমিটির নাম বলতে গিয়ে  হলদিয়ার কথা ভুলেই গেছেন। দীর্ঘ এক বছর অতিক্রান্ত হয়েছে হলদিয়া পৌরসভা নির্বাচন করলেন না হলদিয়ার উন্নয়ন থমকে গেছে হলদিয়ায় নতুন করে কোন কারখানা হয়নি বরং বন্ধ হতে বসেছে হলদিয়া কে হাতে না মেরে পাতে মারার চেষ্টা করছে কারণ হলদিয়ায় শাসক দলের বিধায়ক জিততে পারেনি সেজন্যই। হলদিয়া এলাকার পুজো কমিটি গুলি হলদিয়া সুতাহাটার নাম না শুনতে পেয়ে দুঃখ প্রকাশ করেন।

No comments