Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পদার্পণ সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা আবরণ উন্মোচন ও গুণীজন সম্বর্ধনা

পদার্পণ সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা আবরণ উন্মোচন ও গুণীজন সম্বর্ধনা 
সৈয়দ খায়রুল আলম, বাংলাদেশ,কলকাতায় পদার্পণ সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ উপলক্ষে আবরণ উন্মোচন ও ২৩ জন গুণীজন কে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। ১৪ অক্টোবর শনিব…

 




পদার্পণ সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা আবরণ উন্মোচন ও গুণীজন সম্বর্ধনা 


সৈয়দ খায়রুল আলম, বাংলাদেশ,কলকাতায় পদার্পণ সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ উপলক্ষে আবরণ উন্মোচন ও ২৩ জন গুণীজন কে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। ১৪ অক্টোবর শনিবার বিকাল পাঁচটায় চিত্ররঞ্জন কলোনির সংঘ মিত্র ক্লাবের সভাগৃহে পদার্পণ সাহিত্য সাংস্কৃতিক প্রত্রিকা এ অনুষ্ঠানের আয়োজন বর্ণাঢ্য করে।

উদ্বোধননী অনুষ্ঠানে পদার্পন পত্রিকার সম্পাদক শর্মিষ্ঠা মাজির পরিচালনায় এবং পদার্পণ এর সহযাত্রি কৃষ্ণা ব্যানার্জির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী বরুণ চক্রবর্তী,

 বিশেষ অতিথি বাংলাদেশের বিশিষ্ট মানবিক সমাজকর্মী সৈয়দ খায়রুল আলম, হলদিয়া কবি ও সংগঠক  

লোপামুদ্রা মুখার্জি, ডাক্তার সিরাজুল ঢালী, সেখ আবদুল মান্নান, রাজেশ দাম ,আরতি দে ,লিপিকা দে ,শোভন বিশ্বাস, স্বরূপ চক্রবর্তী,বিজন দাস প্রমুখ। 

এ ছাড়াও সংগঠনের রিতা বেড়া পাল ,অরুনা রায়,সুমন পাল, অভিজিৎ,কৃষ্ণেন্দু দত্ত, সৌমাভ মাজি, মোহাম্মদ হাফিজ, চন্দ্রানী সাহা, অনিতা রুদ্র, পারমিতা পোদ্দার উপস্থিত ছিলেন। 

সঙ্গীত পরিচালনা ও হারমনিয়াম  মিনু প্রধান মন্ডল, তবলায় স্বপন পাল,কন্ঠে ও কথায় শর্মিষ্ঠা মাজি, গানে প্রীতি সিনা রয়, রেনুকা কর্মকার,রমা ঘোষ,রিনা দত্ত, পারমিতা পোদ্দার ,মালবিকা দেবনাথ ,রেবা নন্দী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রসংশায় উৎসব মুখর পরিবেশ তৈরি করেছেন। 

অনুষ্টানে এপার বাংলা ওপার বাংলার ২৩ জন কবি সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সম্পাদক,গায়ক সমাজ সেবকদের এই সংবর্ধনা প্রদান করা।

অনুষ্ঠান আয়োজনে পদার্পণ সাহিত্য পত্রিকার সম্পাদক শর্মিষ্ঠা মাজি জানান এই অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমন্ডীত করেছেন বাংলাদেশের  মানবিক সমাজ সেবক ও বিশিষ্ট সংগঠক কবি সৈয়দ খায়রুল আলম। তিনি এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে যেমন আনন্দিত হয়েছেন তেমনি ভাবে পদার্পণ এর সদস্যদের আগামী ২১/২২ ফেব্রুয়ারিতে বাংলাদেশের নড়াইল জেলায় সাহিত্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে আমাদেরকে আন্তর্জাতিক সাহিত্য সন্মেলনে পদার্পণের সুযোগ তৈরি করায় সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

No comments