Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

June 2, 2025

Weather Location

Breaking News:

পাঁশকুড়া ব্রাডলি বার্ট হাইস্কুলে অনুষ্ঠিত হল" আনন্দ অনুভূতি শিবির"

পাঁশকুড়া ব্রাডলি বার্ট হাইস্কুলে অনুষ্ঠিত হল" আনন্দ অনুভূতি শিবির"বিশ্বজুড়ে অহিংসা , শান্তি প্রতিষ্ঠা ও শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগগুরু শ্রী শ্রী রবিশঙ্কর জীর প্রতিষ্ঠিত "দি আর্ট অফ লিভিং"এর চার দিন ধ…

 





পাঁশকুড়া ব্রাডলি বার্ট হাইস্কুলে অনুষ্ঠিত হল" আনন্দ অনুভূতি শিবির"

বিশ্বজুড়ে অহিংসা , শান্তি প্রতিষ্ঠা ও শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগগুরু শ্রী শ্রী রবিশঙ্কর জীর প্রতিষ্ঠিত "দি আর্ট অফ লিভিং"এর চার দিন ধরে(১২-১০-২০৩----১৫-১০ ২০২৩--বৃহঃথেকে শনিঃ) পাঁশকুড়া ব্রাডলি বার্ট হাইস্কুলে অনুষ্ঠিত হল" আনন্দ অনুভূতি শিবির"( Happiness Program) । বিদ্যালয়ের এন সি সির অফিসার দাস সরেন বাবু সহ ৫২ জন ছাত্রছাত্রীর যোগদানে শিবিরটি বিশেষ আকর্ষণীয় হয়ে ওঠে। শিবির প্রতিদিন বিকেল ৩টা থেকে ৭টা প্রর্যন্ত চলে। প্রধান শিক্ষক শ্রীযুত দেবাশিস কামিল্যা সহ ১৪জন শিক্ষক - শিক্ষিকার অংশগ্রহণ ও কর্তৃপক্ষের সদর্থক ভূমিকায় শিবিরটি সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়।আর্ট অফ লিভিং এর পক্ষে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সুচরিত দাস, সহযোগী প্রশিক্ষক ছিলেন   শ্রী চন্দন সাঁতরা।এছাড়া আর্ট অফ লিভিং  এর ভলেন্টিয়ার হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমান শুভেন্দু সামন্ত,দীপেন্দু সামন্ত পিঙ্কি দাস ও চিরঞ্জিত সাঁতরা।সমগ্ৰ অনুষ্ঠানটি ব্যাবস্থাপনা ও পরিচালনা করেন বিদ্যা লয়ের শিক্ষক শ্রী প্রণবেশ সামন্ত।

No comments