Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উৎসবের মুখে কাজ হারিয়ে বিপাকে আট শ্রমিক, ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ক্ষোভ

উৎসবের মুখে কাজ হারিয়ে বিপাকে আট শ্রমিক, ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ক্ষোভ
পুজোর মুখে কাজ হারালেন হলদিয়া শিল্প তালুকের আটজন শ্রমিক। টানা দুই বছর কাজ করার পরও তাঁদের কর্মহীন হতে হল বলে অভিযোগ। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের হলদিয়া রিফ…

 




উৎসবের মুখে কাজ হারিয়ে বিপাকে আট শ্রমিক, ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ক্ষোভ


পুজোর মুখে কাজ হারালেন হলদিয়া শিল্প তালুকের আটজন শ্রমিক। টানা দুই বছর কাজ করার পরও তাঁদের কর্মহীন হতে হল বলে অভিযোগ। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের হলদিয়া রিফাইনারির মধ্যে ক্লিনিং এবং হাউসকিপিং কাজে ছিলেন সাত জন অস্থায়ী শ্রমিক একজন সুপারভাইজার। অন্যান্য শ্রমিকের সঙ্গে নিয়ম মেনে প্রতি মাসে ওয়েজ স্লিপ, ইএসআই, পিএফ পেয়েছেন। কিন্তু চলতি বছরের ৩০ সেপ্টেম্বর তাঁদের কাজ চলে গিয়েছে বলে জানিয়ে দেওয়া হয়। 

ভারত ট্রেডিং কর্পোরেশন নামে সংস্থাটি তাদেরকে গেট পাশ দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। আর তাতেই বিপাকে পড়েছে ওই শ্রমিকরা। বিষয়টি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলাশাসক, হলদিয়া মহকুমাশাসক, হলদিয়া ডেপুটি লেবার কমিশনার, হলদিয়া থানা এমনকি আইএনটিটিইউসি-র তমলুক সংগঠনিক জেলা সভাপতির কাছে সমস্যার কথা জানানো হয়েছে। টানা ১৫ দিন কেটে গেলেও কোনও সমাধান হয়নি বলে অভিযোগ কর্মহীন শ্রমিকদের।

শেখ মইনুদ্দিন নামে কর্মহীন এক শ্রমিক জানান, “আমাদের কেন বাদ দেওয়া হল তার সঠিক কারণ জানানো হয়নি। ঠিকাদার সংস্থাটির গেট পাস দেওয়ার কথা। কিন্তু এখন আর তারা গেট পাস ইস্যু করছে না। কাজ হারিয়ে সংসার চলবে কি করে সেই দুশ্চিন্তা, উদ্বেগে দিন কাটছে। অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।”

যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে ঠিকারদার সংস্থা। সংস্থার তরফে তাপস পন্ডা বলেন, “ওই আটজনের বিষয়ে কোন তথ্য নেই। সরকারি পোর্টালের মাধ্যমে কর্মী নিয়োগ করেছি।” তবে এ বিষয়ে আইএনটিটিইউসি-র হলদিয়া রিফাইনারি অস্থায়ী শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আসগর খান জানিয়েছেন, “এই নিয়োগ নিয়ে কিছু বলতে পারি না। যা কিছু পোর্টালের মাধ্যমেই হচ্ছে।” আইএনটিটিসি তমলুক সাংগঠনিক জেলা সভাপতি চন্দন দে জানিয়েছেন, “ বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে জানার পর বলতে পারব। কি হয়েছে খোঁজ নিয়ে দেখছি।”

No comments