ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/JyO7WBlFbJM
৩৩ তম বর্ষে আমরা সবাই কোজাগরী উৎসবআজ মহালক্ষীর আরাধনায় মেতেছে ভবানীপুর থানার অন্তর্গত কিসমত শিব রাম নগর আমরা সবাই সার্বজনীন কোজাগরী উৎসব ২৭ শে অক্টোবর থেকে ৩০ শে অক্টোবর পর্যন্ত…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/JyO7WBlFbJM
৩৩ তম বর্ষে আমরা সবাই কোজাগরী উৎসব
আজ মহালক্ষীর আরাধনায় মেতেছে ভবানীপুর থানার অন্তর্গত কিসমত শিব রাম নগর আমরা সবাই সার্বজনীন কোজাগরী উৎসব ২৭ শে অক্টোবর থেকে ৩০ শে অক্টোবর পর্যন্ত বিশেষ কর্মসূচি তাদের মধ্যে রূপায়িত করার জন্য উদ্যোগ দিয়েছেন। ২৭ শে অক্টোবর সুসজ্জিত মণ্ডপ শয্যায় প্রতিমা এলেন, ২৮শে অক্টোবর বিশিষ্ট ব্যক্তি বর্গের সমন্বয়ে মায়ের কোজাগরী লক্ষ্মীপুজোর মণ্ডপের এবং উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক প্রকল্প বিশিষ্ট ব্যক্তিবর্গদের হাত ধরেই তার উপায়িত করবেন।
আইসিডিএস ছাত্র-ছাত্রীদের হাতে স্কুল ইউনিফর্ম এবং দুঃস্থ অসহায় ব্যক্তিদের হাতে ডেঙ্গু প্রতিরোধ করতে মশারী বিতরণ এছাড়াও এলাকার সবুজ আইন করার জন্য চারা গাছ বিতরণ ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ই সিএল পার্সোনাল ম্যানেজমেন্ট সৌভিক দত্ত গুপ্ত , বিশিষ্ট সমাজসেবী অভিনাশ ভুইয়া ,ই সি এল পার্সোনাল ম্যানেজমেন্ট দেবাশীষ সরকার, বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ী, শিক্ষক মনোহরপুর হাই স্কুল আব্দুল সোহান, এ এইচ পি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিরণ্ময়ী এনার্জি লিমিটেড সৈকত জানা, বিশিষ্ট কবি এবং গীতিকার মানস পট্টনায়ক সম্পাদক হলদিয়া বন্দর পত্রিকা সম্পাদক দুর্গাপদ মিশ্র, ই সি এল ক্লিনিক পুলকেশ দাস বিশিষ্ট সমাজসেবী লক্ষণ মন্ডল স্বপন দোলাই। আমন্ত্রণ লিপিতে একগুচ্ছ নামের তালিকা থাকলেও কোম্পানির ম্যানেজমেন্ট এর বিশেষ কারণে আসতে পারেননি। তবে জানতে পারা গেছে না এলেও ওই এলাকার আমরা সবাই পুজো কমিটির সঙ্গে তারা আছেন আগামী দিনেও থাকবেন।
আমরা সবাই কোজাগরি লক্ষ্মীপুজোর ৩৩ তম বর্ষে উদ্বোধনী অনুষ্ঠানে এবারের চমক ছিল সমাজ বন্ধুকে সংবর্ধনা দেওয়া। জানা যায় ৮৫ বছরের এক যুবক প্রায় ৭০০ শবদাহ করেছেন। যখন বয়স ১৫ তখন থেকেই বাবা কাকা জেঠা মশাইদের সঙ্গে যেতেন শ্মশান যাত্রী হয়ে লক্ষ্মণ মন্ডল ।
তিনি বলেন গ্রামের বহু মানুষ পরলোকগমন করেছেন আমাদেরও একদিন চলে যেতে হবে সকল মায়া কাটিয়ে কিন্তু তাদের যাওয়ার সময়ে তাদের সঙ্গে যাত্রী ছিলাম। তাদেরকে পরলোকগত ভাবে হিন্দু প্রথা অনুযায়ী দাহ করে আমি নিজেকে ধন্য মনে করেছি। তিনি বলেন এলাকার বহু বয়জষ্ঠ অল্পবয়স্ক আমার হাত দিয়েই তাদেরকে শেষ যাত্রা সাক্ষী ছিলাম সেটা ভেবেও দুঃখ লাগে।
আজকের আমরা সবাই ক্লাব কোজাগরী লক্ষী পূজো ৩৩ তম বর্ষে পুজো কমিটি তারা তাদের এ বছরের পুজোতে আমাকে সম্মানিত করছেন সেজন্য আমি কৃতজ্ঞ। সভায় সভাপতিত্ব করেন মানস পট্টনায়ক উপস্থিত ছিলেন শ্মশান বন্ধু বিশিষ্ট সমাজ সেবী লক্ষ্মণ মণ্ডল উপস্থিত ছিলেন অবি বিনাশ ভূইয়া স্বপন দোলাই উপস্থিত ছিলেন আইসিডিএস কেন্দ্রের শিক্ষিকা ভবানী গায়েন মাইতি, হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক দুর্গাপদ মিশ্র।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম সংগীত পরিবেশন করেন মৈত্রী পট্টনায়ক এসো মা লক্ষী..... তবলায় সংগত করেন সুকদেব দাস অধিকারী। সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন মেঘনা মাইতি সোনালী মাইতি । এলাকার ছোট-বড় আবাল বৃদ্ধ বণিতা মায়েদের সঙ্গে নিয়ে চলে বর্ণাঢ্য শোভাযাত্রা। আগামী কয়েক দিন ধরে চলবে বিভিন্ন সংস্কৃত অনুষ্ঠান। জানিয়েছেন পুজো কমিটির সভাপতি চন্দন মন্ডল, সম্পাদক তপন বেরা, কোষাধক্ষ্য গোবিন্দ মন্ডল, ক্রীড়া সম্পাদক মহাপ্রভু বেরা। কোজাগরী লক্ষ্মী পূজো কে কেন্দ্র করে কয়েকদিন ধরে চলবে আমরা সবাই পুজো মণ্ডপে বিশেষ অনুষ্ঠান।
No comments