শ্রী গুরু চরণে লীন হয়েছেন স্বামীর্ দর্শনানন্দ জি মহারাজহোড়খালী ভারত সেবাশ্রম সঙ্ঘের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী দর্শনানন্দজী মহারাজ গতকাল রাত্রি ১২:১৫ মি, ইহলোক ত্যাগ করিয়া শ্রীগুরুর চরণে লীন হইয়াছেন। ওনার শেষ কৃত্যাদি বিকাল ২টায়…
শ্রী গুরু চরণে লীন হয়েছেন স্বামীর্ দর্শনানন্দ জি মহারাজ
হোড়খালী ভারত সেবাশ্রম সঙ্ঘের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী দর্শনানন্দজী মহারাজ গতকাল রাত্রি ১২:১৫ মি, ইহলোক ত্যাগ করিয়া শ্রীগুরুর চরণে লীন হইয়াছেন। ওনার শেষ কৃত্যাদি বিকাল ২টায় হোড়খালী আশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত হইবে।
স্বামীজীর এই খবর আসতেই এলাকায় সুখের ছায়া নেমে এসেছে দুঃখ প্রকাশ করেছেন হলদিয়ার ভুমি পুত্র বিশিষ্ট সমাজসেবী প্রদীপ বিজলী। শোকাহত হয়েছেন জয়নগর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ দাস।
No comments