Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লক্ষ্মী পূজার সকালে রাজ্য সড়কে গুরুতর পথদুর্ঘটনায় জখম ১ মৃত ১

লক্ষ্মী পূজার সকালে রাজ্য সড়কে গুরুতর পথদুর্ঘটনায় জখম ১ মৃত ১ 
মা লক্ষ্মীর আরাধনায় রাজ্যবাসী মেতে উঠেছে। লক্ষ্মী পূজোর সাতসকালে মহিষাদলের লক্ষ্যা বাবুরহাটে পাইকারি মাছ বাজারে মাছ কিনতে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক …

 


লক্ষ্মী পূজার সকালে রাজ্য সড়কে গুরুতর পথদুর্ঘটনায় জখম ১ মৃত ১ 


মা লক্ষ্মীর আরাধনায় রাজ্যবাসী মেতে উঠেছে। লক্ষ্মী পূজোর সাতসকালে মহিষাদলের লক্ষ্যা বাবুরহাটে পাইকারি মাছ বাজারে মাছ কিনতে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক কিশোরের।

 মৃতের নাম বিমল বিজলি বয়স আধার কার্ড অনুযায়ী(১৫ বছর ৮ মাস)। তার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার  নন্দকুমারের রাজনগর এলাকায়।  জানা যায়  বিমল তার মা'কে বাইকে চাপিয়ে মহিষাদল আসছিল। মহিষাদল মোড়ে গীতা সিনেমা হলের সামনে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে বাইকটি। ঘটনাস্থলেই বিমলের মৃত্যু হয়। তার মা'কে আশঙ্কাজনক অবস্থায় তমলুকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

প্রশ্ন উঠল আবার সেফ ড্রাইভ সেভ লাইফ মানছে না এক নাবালক কিশোরের হাতে মোটরবাইক যার এখনো ড্রাইভিং লাইসেন্স হয়নি নন্দকুমার থেকে মহিষাদল পর্যন্ত রাজ্য সড়কে চলে এলো কোথাও চেকিং হলো না।

 সেফ ড্রাইভ সেভ লাইফ কি কেউ মানছে না শুধুই কি প্রচার মানুষ সচেতন না হলে কোন প্রকল্প বাস্তবিত করা যায় না। দুর্ঘটনাস্থলে মহিষাদল থানার পুলিশ। মৃত বিমল বিজলী দেহ  ময়নাতদন্তির জন্য নিয়ে গেছেন পুলিশ এই দুর্ঘটনায় তদন্তে নেমেছেন মহিষাদল থানার পুলিশ।


No comments