Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্কুলের ছাত্র ছাত্রীদের হাতে নতুন পোশাক তুলে দিলেন স্কুলের প্রাক্তন ছাত্র -মানস

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/6sr731RC448
স্কুলের ছাত্র ছাত্রীদের হাতে নতুন পোশাক তুলে দিলেন স্কুলের প্রাক্তন ছাত্র -মানস
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ( টাউনশিপ পুলিশ ক্যাম্প) থানার অন্তর্গত অনেক স্বেচ্ছাসেবী সংস্থান রয়ে…

 



ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/6sr731RC448


স্কুলের ছাত্র ছাত্রীদের হাতে নতুন পোশাক তুলে দিলেন স্কুলের প্রাক্তন ছাত্র -মানস


পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ( টাউনশিপ পুলিশ ক্যাম্প) থানার অন্তর্গত অনেক স্বেচ্ছাসেবী সংস্থান রয়েছে। আসন্ন শারদীয়ার দুর্গাপূজাকে কেন্দ্র করে ব্যক্তিগত ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দুস্থ অসহায় মানুষদের হাতে নতুন পোশাক তুলে দিচ্ছেন।


 কিন্তু ব্যক্তিগত উদ্যোগে পোশাক তুলে দেওয়া খুবই কম দেখা যায় । স্কুলের ছাত্র-ছাত্রীদের নিজে ও পুত্র ও কন্যা স্নেহে পঠন-পাঠন দানের সাথে সাথে পরিবারের ছেলেমেয়েদের মতো নতুন পোশাক  তুলে দিচ্ছে দেখা যায়না।  স্কুলের ছাত্র-ছাত্রীদের নতুন পোশাক পুজোকে সামনে রেখেই তুলে দিলেন স্কুলের মানবিক প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাস।

 প্রধান শিক্ষিকার কাজে অনুপ্রাণিত হয়ে স্কুলের প্রাক্তন ছাত্র এগিয়ে এলেন  স্কুলের  বর্তমান ছাত্র-ছাত্রীদের নতুন পোশাক তুলে দিলেন । 

হলদিয়া থানার অন্তর্গত হলদিয়ায়( টাউনশিপ পুলিশ ক্যাম্প)  থানার অন্তর্গত ব্রজনাথচক  স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের ১২০ জন ছাত্র ছাত্রীর হাতে নতুন পোশাক এবং স্কুলের রাঁধুনি দের হাতে পুজো শাড়ি তুলে দিলেন স্কুলের প্রাক্তন ছাত্র মানস ভূঁইয়া।

 তিনি বলেন আমি প্রতিবছর হোড়খালি আশ্রমে গিয়ে এলাকার আবাসিকদের হাতে পোশাক তুলে দিতাম । এবারে স্কুলের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া ম্যাডাম উনার কার্যকলাপে অনুপ্রাণিত হয়েই এ বছর থেকে আমার প্রাক্তন স্কুলের বর্তমান পাঠ্যগত ছাত্র-ছাত্রীদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। 

তিনি আরও বলেন সমাজে বহু দুর্গা কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এখন অবহেলিত । মৃন্ময়ী পুজোতেই আমরা সকলেই মেতে উঠি আজ প্রকৃত দূর্গা কার্তিক লক্ষ্মী সরস্বতী তাদের হাতে নতুন পোশাক তুলে দিয়ে আমি ধন্য হলাম।

তিনি বলেন আগামী দিনে স্কুলের ডেভলপমেন্টের জন্য আমরা পাশে রয়েছি। স্কুলের ছাত্র-ছাত্রীরা আজ নতুন পোশাক পেয়ে খুব খুশি হলেন আজকের এই সভায় উপস্থিত ছিলেন শিক্ষক ও শিক্ষিকা চণ্ডী দাস, সৌরভ নায়েক, মৈত্রী দাস, তুহিনা পুরকাইত নস্কর, করুণা খাড়া পাল, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অমৃত রঞ্জন ভূঁইয়া স্কুলের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাস প্রমুখ।

 

No comments