চৈতন্যপুর নিউ স্টার পুজো কমিটি এবার তাদের ১২ তম বর্ষের থিম "ওম অপবিত্র-পবিত্রবা
প্লাস্টিক আবর্জনায় ভরে যাচ্ছে সমুদ্র । আর তার থেকে প্লাস্টিক দূষণের শিকার হচ্ছে সমুদ্রে বসবাসকারী তিমি, হাঙর, রঙিন মাছ, প্রবাল, থেকে ফাইটোপ্লা…
চৈতন্যপুর নিউ স্টার পুজো কমিটি এবার তাদের ১২ তম বর্ষের থিম "ওম অপবিত্র-পবিত্রবা
প্লাস্টিক আবর্জনায় ভরে যাচ্ছে সমুদ্র । আর তার থেকে প্লাস্টিক দূষণের শিকার হচ্ছে সমুদ্রে বসবাসকারী তিমি, হাঙর, রঙিন মাছ, প্রবাল, থেকে ফাইটোপ্লাংটন, জু-প্লাংটন সহ যাবতীয় যাবতীয় সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদ । সমুদ্র ও সামুদ্রিক প্রাণী বাঁচাতে এখনই সতর্ক হওয়া খুব জরুরি । এবার দুর্গা আরাধনার পাশাপাশি মন্ডপের থিম ভাবনায় সামুদ্রিক পরিবেশ সুরক্ষার এমন বার্তা দিতে উদ্যোগী হয়েছে হলদিয়ার চৈতন্যপুর নিউ স্টার পুজো কমিটি । তাই এবার তাদের ১২ তম বর্ষের থিম "ওম অপবিত্র-পবিত্রবা" । ১০০ ফুট লম্বা,৬০ ফুট চওড়া এবং ৬০ ফুট উচ্চতা বিশিষ্ট বিশাল পুজো মন্ডপ জুড়ে এমন নানান শিল্প কাজের বৈচিত্র চোখে পড়বে । প্রতিমা দর্শন করতে গেলে সাবমেরিন, অর্থাৎ ডুবোজাহাজে চেপে যেতে হবে । মন্ডপের মূল গেট থেকেই দর্শকদের জন্য প্রস্তুত থাকছে সাবমেরিন । প্রায় ৪৫ ফুট লম্বা সাবমেরিন । যাওয়ার সময় তার কাচের ভেতর থেকে বাইরে সমুদ্রের রূপ দেখার আনন্দটাই আলাদা । সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে তিমি, হাঙর,সিন্ধুঘোটক, রঙিন মাছের ঝাঁক । কোথাও আবার বিস্তীর্ণ প্রবাল দ্বীপ । পাশে পড়ে রয়েছে ডুবে যাওয়া ভাঙা জাহাজ । তারই মাঝে জলপরীদের আনাগোনাও দেখা যাবে । ভেতর থেকে এমন বৈচিত্র্যময় সামুদ্রিক জগত দর্শকদের ভিন্ন স্বাদ দেবে বৈকি । কিন্তু বাহির থেকে মন্ডপটিকে মনে হবে উত্তাল সমুদ্র । শিল্পী শ্রেয়া মাইতি এবং দেবপ্রসাদ কুইতি ২৫ জন সহশিল্পীকে সঙ্গে নিয়ে এই মন্ডপ তৈরির জন্য টানা দু মাস ধরে এমন শিল্প কাজ করে চলেছেন । ৪৫প্যাকেট ফোম,৯০কিলোগ্রাম কাগজ,৮০টি পুরনো কাপড়,২১০কিলোগ্রাম পুট্টি,৫০লিটার ফেভিকল, ৩০লিটার ডেনড্রাইড,৩০বাণ্ডেল খড় এবং ৪০কিলোগ্রাম মেটালিক কালার সহ অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে তৈরি হচ্ছে । শিল্পী দেবপ্রসাদ কুইতি জানিয়েছেন,"পরিবেশ সুরক্ষার ভাবনায় এবং সমুদ্র সুরক্ষা সচেতনতা বাড়াতে এই থিম নির্ভর মণ্ডপ তৈরি করা হচ্ছে । আশা করি দর্শকরা খুশি হবেন ।" চৈতন্যপুর নিউ ষ্টারের এবার ১২ তম বর্ষের এই পুজোয় বাজেট ২১ লাখ টাকা । মূর্তি সাবেকি । পুজোর আয়োজনে সমাজকল্যাণমূলক কাজ হিসেবে কাজ হিসেবে রক্তদান এবং চারা গাছ বিতরণ আগেই হয়ে গিয়েছে । পুজো পর্বে দু:স্থ শিশুদের স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থা করা হয়েছে । সেই সঙ্গে দরিদ্র মানুষদের হাতে নতুন পোশাক পূজোর উপহার হিসেবে তুলে দেওয়া হচ্ছে । মন্ডপের থিম ভাবনায় নিউ স্টারের পুজো প্রতি বছর দর্শনার্থীদের প্রশংসা কুড়িয়ে থাকে । এবার নতুন থিম ভাবনা তেমনই আকর্ষণীয় হবে, মানুষের ঢল নামবে বলে মনে করা হচ্ছে । সেজন্য আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ।
No comments