Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আলোর দিশারি প্রকল্পে দশহাজার পড়ুয়ার চোখের চিকিৎসা

আলোর দিশারি প্রকল্পে দশহাজার পড়ুয়ার চোখের চিকিৎসা
আলোর দিশারি প্রকল্পে ৮৭টি প্রাথমিক বিদ্যালয়ের ১০০০০ ছাত্রছাত্রীর চোখের চিকিৎসা শুরু হবে শীঘ্রই। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চোখের চিকিৎসায় এগিয়ে এল হলদিয়া শিল্পতালুকে…

 




আলোর দিশারি প্রকল্পে দশহাজার পড়ুয়ার চোখের চিকিৎসা


আলোর দিশারি প্রকল্পে ৮৭টি প্রাথমিক বিদ্যালয়ের ১০০০০ ছাত্রছাত্রীর চোখের চিকিৎসা শুরু হবে শীঘ্রই। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চোখের চিকিৎসায় এগিয়ে এল হলদিয়া শিল্পতালুকের ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং হলদিয়ার রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম পরিচালিত চোখের হাসপাতাল নেত্রালয়। বুধবার দুই সংস্থার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। হলদিয়া পুর এলাকা, সুতাহাটা ব্লক এবং হলদিয়া ব্লক মিলে মোট ৮৭টি প্রাথমিক বিদ্যালয়ের ১০০০০ ছাত্রছাত্রীর চোখের চিকিৎসা শুরু করতে চলেছেন তারা। চোখের চিকিৎসা, ওষুধ এবং চশমা সবটাই বিনামূল্যে পাবে পড়ুয়ারা। রামকৃষ্ণ-সারদা মিশন আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী বিবেকাত্মানন্দ মহারাজ বলেন, “আলোর দিশারী নামে প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়াদের বিনামূল্যে চোখের চিকিৎসা, চশমা, ওষুধ দেওয়ার কাজ করতে চলেছি। হলদিয়ার ইন্দোরামা ইন্ডিয়া শিল্পসংস্থা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।” ইন্দোরামা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পদস্থকর্তা সৌরভ ভট্টাচার্য জানান, “প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের চোখের চিকিৎসার কাজে আমরা হলদিয়ার নেত্রালয় চোখের হাসপাতালের সঙ্গে সহযোগী হিসেবে থাকছি।” জানা গিয়েছে, এটি একটি পাইলট প্রোজেক্ট। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। তারপর পূর্ব মেদিনীপুর জেলার আরও কিছু ব্লকজুড়ে চলবে এই প্রকল্প ।

No comments