Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অবশেষে আন্দোলনের জয়

অবশেষে আন্দোলনের জয়
 অবশেষে সোয়াদিঘী ও দেনান খালের জঞ্জাল পরিস্কারে হাত দেওয়ার সিদ্ধান্ত নিল সেচ দপ্তর
অবশেষে কোলাঘাট ব্লকের বর্ষার জমা দূষিত জল দ্রুত বের করার জন্য সোয়াদিঘী ও দেনান খালে জমে থাকা কচুরিপানা সহ জঞ্জাল পরিস্কার করার …

 




 অবশেষে আন্দোলনের জয়


 অবশেষে সোয়াদিঘী ও দেনান খালের জঞ্জাল পরিস্কারে হাত দেওয়ার সিদ্ধান্ত নিল সেচ দপ্তর


অবশেষে কোলাঘাট ব্লকের বর্ষার জমা দূষিত জল দ্রুত বের করার জন্য সোয়াদিঘী ও দেনান খালে জমে থাকা কচুরিপানা সহ জঞ্জাল পরিস্কার করার সিদ্ধান্ত নিল সেচ দপ্তর। আগামীকাল থেকেই সেই কাজ শুরু হবে বলে জানা গেছে। অক্টোবরের শুরুতে দু/তিন দিনের বর্ষনে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ও শহীদ মাতঙ্গিনী ব্লক এলাকার বিস্তীর্ণ অংশ জলবন্দী হয়ে পড়ে। ওই বর্ষার ১৫ দিন পরও অনেক জায়গায় এখনো হাঁটু সমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। মুলত নিকাশী খালগুলি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এবং খালের ভেতরে কচুরিপানা, জঞ্জাল, মাছ ধরার জাল-পাটাতে নিকাশী জল অবরুদ্ধ হয়ে এখনো এলাকা থেকে জল নামছে না বলে বাসিন্দাদের অভিযোগ। 

            অবিলম্বে খালের ভেতরে থাকা কচুরিপানা সহ জঞ্জাল পরিস্কারের দাবীতে গত ১২ অক্টোবর ৪১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করার পর সেচ দপ্তর অর্থের সংকটের কারনে এখনই আশু ঐ কাজ করতে পারছে না বলে জানায়। এরপর পূর্ব মেদিনীপুর জেলা বন্যা - ভাঙন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী,সেচমন্ত্রীকে চিঠি দেওয়া হয়। এবং ভুক্তভোগীরা গতকাল কোলাঘাট ব্লক অফিসে বিক্ষোভ প্রদর্শন করে। ফলশ্রুতিতে সেচ দপ্তর খালে জমে থাকা কচুরিপানা, ও খালে পড়ে থাকা বনসৃজনের গাছ সহ জঞ্জাল পরিস্কার করার সিদ্ধান্ত নিয়েছে। 

কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, অবশেষে সেচ দপ্তর এই সিদ্ধান্ত নেওয়া নেওয়া পূজোর পূর্বে রাস্তা থেকে জল নামবে বলে মনে হয়। 

সেচ দপ্তর আগে সিদ্ধান্ত নিলে মানুষের দুর্ভোগ অনেকটা কোমতো।

        উল্লেখ্য, তমলুক মহকুমার গুরুত্বপূর্ণ নিকাশী খাল হোল-সোয়াদিঘী ও দেহাটী খাল। ২২ কিমি দীর্ঘ সোয়াদিঘী খালটি কোলাঘাট ব্লকের নারায়ন পাকুড়িয়া থেকে বেরিয়ে ভোগপুর ও দেড়িয়াচক গ্রাম পঞ্চায়েত এলাকা হয়ে শহীদ মাতঙ্গিনী ব্লকের সোয়াদিঘীতে পড়েছে। খালটি দিয়ে প্রায় শতাধিক মৌজার নিকাশী জল রূপনারায়নে বের হয়। খালটি যেখানে রূপনারায়নে পড়েছে, বছর কয়েক পূর্বে সেখানে নদীর ভেতরে বেআইনী মাছের ঝিল তৈরী হয়েছে। এহেন গুরুত্বপূর্ন খালটি দীর্ঘদিন পূর্ণ সংস্কার না হওয়ায় সাম্প্রতিক নিম্নচাপজনিত বর্ষনে পাঁশকুড়া স্টেশন বাজার সহ কোলাঘাট ব্লকের দেড়িয়াচক,ভোগপুর,সাগরবাড় এলাকার বিস্তীর্ণ এলাকা আজো জলমগ্ন হয়ে রয়েছে। 

           অন্যদিকে ১৯ কিমি দীর্ঘ দেহাটী খাল দিয়ে কোলাঘাট ও পাঁশকুড়া ব্লকের প্রায় শতাধিক মৌজার বিস্তীর্ন অংশের জল নিকাশী হয় রূপনারায়নের কোলাঘাটে। এই খালটিও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মজে যাওয়ায় এই বিপত্তি বলে জানা গেছে। 

            ফলস্বরূপ এলাকার রাস্তা সহ আমনধান-ফুল-পানবরোজ-সব্জী-মাছচাষ ভীষণ ক্ষতির সম্মুখীন হয়েছে। বর্তমানে ওই জমা জল দূষিত হয়ে গ্রামগুলিতে দুর্গন্ধ ছড়াচ্ছে। সাপের উপদ্রব বাড়ছে।

No comments