আপনি কি ঠকছেন ? ছাত্র ছাত্রীদের নিয়ে একটি কর্মশালাহ্যাঁ,আপনাকে বলছি। আমরা প্রতিদিন অনেক ধরনের জিনিস ক্রয় করি বা পরিষেবা পেতে নিজের অর্থ খরচ করি। কিন্তু প্রায়ই আমরা পরক্ষণে সেই জিনিস বা পরিষেবা নিয়ে সন্তুষ্ট হই না।অর্থাৎ উল্টো…
আপনি কি ঠকছেন ? ছাত্র ছাত্রীদের নিয়ে একটি কর্মশালা
হ্যাঁ,আপনাকে বলছি। আমরা প্রতিদিন অনেক ধরনের জিনিস ক্রয় করি বা পরিষেবা পেতে নিজের অর্থ খরচ করি। কিন্তু প্রায়ই আমরা পরক্ষণে সেই জিনিস বা পরিষেবা নিয়ে সন্তুষ্ট হই না।অর্থাৎ উল্টোদিকে কেউ বা কারা আমাদের প্রতিনিয়ত ঠকায়।
এই সব বিড়ম্বনা থেকে আমাদের মুক্তি পেতে হলে জনগণকে তাদের অধিকার সম্বন্ধে সজাগ হতে হবে।
এই নিয়ে আজ ১০ ই অক্টোবর মঙ্গলবার ঢেকুয়া হাই স্কুলে বিদ্যালয়ে স্কুলের প্রধান শিক্ষক মনিন্দ্রনাথ গায়েন বলেন আমাদের বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ছাত্র ছাত্রীদের নিয়ে একটি কর্মশালা হল। পরিচালনায় ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পুর্বমেদিনীপুর শাখা। সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে ওরা শুনলো ওদের অধিকার এর কথা। আগামির সুনাগরিক হওয়ার জন্য আমাদের বিদ্যালয়ের উদ্যোগে পদক্ষেপ নেওয়া মাত্র। আসুন ওদের কে বিভিন্ন ভাবে আমরা সুরক্ষিত করি।
No comments