ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/0Nye6R5zqIA
এগিয়ে যেতে হবে থেমে থাকা যাবে না! উদ্যোক্তা সেল ও ইন্টার প্রেরণাশিপসেলের উদ্যোগে সেমিনারসুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়…
এগিয়ে যেতে হবে থেমে থাকা যাবে না! উদ্যোক্তা সেল ও ইন্টার প্রেরণাশিপসেলের উদ্যোগে সেমিনার
সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর উদ্যোগে উদ্যোক্তা সেল ও ( ইন্টারপ্রেরণাশিপ সেল) ও আইকিউসি যৌথ উদ্যোগে আজ একটি সেমিনার আয়োজন করা হয়। এই সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খড়গপুর আইআইটি থেকে আগত ডঃ তিতাস ভট্টাচার্য ডঃ প্রভা ভোলা এবং বিশিষ্ট উদ্দ্যোগপতি ডঃ অমিত চক্রবর্তী এবং প্রদীপ হালদার।
আজ ১০ই অক্টোবর মঙ্গলবার প্রথমে মহাবিদ্যালয়ের উদ্যোক্তাসেল (ইন্টারপ্রেরণা সিপ) সেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। এরপর সেমিনার হলে সেমিনার অনুষ্ঠিত হয় আজকের সেমিনারে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রায় তিনশত ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই যথেষ্ট মনোযোগ সহকারে সেমিনার উপভোগ করেন এবং উৎসাহিত হন।
আগামী দিনে এ ধরনের আরও সেমিনারের আয়োজন করা হবে বলে উদ্যোক্তারা জানান। মহাবিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা এই ধরনের সেমিনার থেকে খুবই উপকৃত হবেন বলে তারা জানিয়েছেন।
No comments