অমৃতবেড়িয়া লকগেট পরিদর্শন করেন বিডিও যোগেশচন্দ্র মন্ডল মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বাড় অমৃতবেড়িয়া গ্রামের খেয়াঘাট থেকে বেলতলা পর্যন্ত রূপনারায়ন নদী বাঁধ এবং অমৃতবেড়িয়া লকগেট পরিদর্শন করেন বি…
অমৃতবেড়িয়া লকগেট পরিদর্শন করেন বিডিও যোগেশচন্দ্র মন্ডল
মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বাড় অমৃতবেড়িয়া গ্রামের খেয়াঘাট থেকে বেলতলা পর্যন্ত রূপনারায়ন নদী বাঁধ এবং অমৃতবেড়িয়া লকগেট পরিদর্শন করেন বিডিও যোগেশচন্দ্র মন্ডল।
জানা যায় এই লকগেট দিয়ে দুটি ব্লক মহিষাদল ও নন্দকুমার ব্লকের ৮৬ টি মৌজার জল( নিকাশী) । গত ১৯৯৬ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের সেচমন্ত্রী দেবব্রত বন্দ্যোপাধ্যায় এবং মহিষাদলের বিধায়ক সুকুমার দাস ও এম.পি জয়ন্ত ভট্টাচার্য লকগেটটির শুভ উদ্বোধন করে ছিলেন। এই লকগেটটির ৬টি গেট রয়েছে। ৬টি গেট দিয়ে বর্ষার জল ঠিকমতো বেরোচ্ছে কিনা বিকালে এসে বিডিও যোগেশচন্দ্র মন্ডল খতিয়ে দেখেন।
দেখার সময় লকগেট প্রাঙ্গনে উপস্থিত ছিলেন এলাকার প্রধান শুভ্রা পন্ডা, মহিষাদল পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য রঘুনাথ পন্ডাসহ অন্যান্য গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য- সদস্যাগণ।
No comments