Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুরে হল সারা বাংলা বিশ্বকাপ ক্রিকেট ক্যুইজের আসর

পূর্ব মেদিনীপুরে হল সারা বাংলা বিশ্বকাপ ক্রিকেট ক্যুইজের আসর 
 শুরু হচ্ছে ১৩তম একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপ।আয়োজক দেশ ভারত। সেজন্য ভারতের ক্রিকেট প্রেমীদের কাছে বাড়তি উন্মাদনা ও উৎসাহ তৈরি হয়েছে।২০০৭ থেকে টানা ২০১৯ পর্যন্ত চারবার …

 



পূর্ব মেদিনীপুরে হল সারা বাংলা বিশ্বকাপ ক্রিকেট ক্যুইজের আসর 


 শুরু হচ্ছে ১৩তম একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপ।আয়োজক দেশ ভারত। সেজন্য ভারতের ক্রিকেট প্রেমীদের কাছে বাড়তি উন্মাদনা ও উৎসাহ তৈরি হয়েছে।২০০৭ থেকে টানা ২০১৯ পর্যন্ত চারবার ক্রিকেট বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনি থাকলেও এই প্রথম ধোনিহীন বিশ্বকাপ খেলবে ভারত। ক্রিকেট বিশ্বকাপ কে সামনে রেখে গত ১ অক্টোবর পূর্ব মেদিনীপুর জেলায় খঞ্চি গুণধর আদর্শ বিদ্যাপীঠের অডিটোরিয়ামে ক্যুইজ আশ্রম এবং হলদিয়া ক্যুইজ সার্কেলের যৌথ উদ্যোগে হয় সারা বাংলা বিশ্বকাপ ক্রিকেট ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছিল মোট ৪৭টি ক্যুইজ দল । ২৫ টি প্রশ্নের বাছাই পর্বের পর ফাইনালে ১১ টি দল ফাইনাল খেলার ছাড়পত্র পায়। ফাইনালে চারটি রাউন্ডের শেষে প্রথম স্থান অধিকার করে কলকাতার দেবপ্রিয় চক্রবর্তী এবং তপব্রত ব্যানার্জি। দ্বিতীয় স্থান অধিকার করে কলকাতার মিঠুন পাল এবং গৌরব চক্রবর্তী, তৃতীয় স্থান অধিকার করে পশ্চিম মেদিনীপুরের অনুব্রত চক্রবর্তী এবং শান্তনু ভট্টাচার্য,চতুর্থ স্থান অধিকার করে হাওড়ার সুদীপ্ত হাজরা,পঞ্চম স্থান অধিকার করে কলকাতার রাজা চক্রবর্তী ও সাম্বদেব বর্মণ।ক্যুইজ পরিচালনা করেন ক্যুইজ আশ্রম ও হলদিয়া ক্যুইজ সার্কেলের ক্যুইজ মাস্টার সন্দীপন দাস , দীপসুন্দর দিন্দা, সতীনাথ মাইতি , সৌরীন জানা , অতনু রায় ,  শুভদীপ মাজি , অর্পণ গোস্বামী , অরুপ মান্না , অয়ন গোস্বামী প্রমুখ ।ক্যুইজ পরিচালনায় সহযোগীতায় ও প্রযুক্তি বিভাগে ছিলেন চয়ন জানা, সায়ন দিন্দা, সমীরণ জানা ও অয়ন গোস্বামী। 

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি,শিক্ষক পবিত্র কুমার ভক্তা।ক্যুইজ প্রতিযোগিতার পাশাপাশি গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। 

এদিনের অনুষ্ঠানে দুটি বই প্রকাশিত হয়। একটি পবিত্র কুমার ভক্তার কবিতার বই , ‘শুনতে পাচ্ছো কলম’  অন্যটি সৌরিন জানার ক্যুইজ  বিষয়ক ‘ক্যুইজ ও কাহিনী’। উদ্যোক্তা দ্বীপসুন্দর দিন্দা এবং সন্দীপন দাস জানান, ‘বিশ্বকাপ ক্রিকেট ক্যুইজের এবছর দ্বিতীয় বর্ষ । প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে হলদিয়ার সুতাহাটায় । দ্বিতীয় বর্ষে আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও ৪৭ টিম পেয়ে আমরা আপ্লুত । বিশ্বকাপ ক্যুইজ ছাড়াও সকাল থেকে তিনটি বিভাগের আমন্ত্রনী স্কুল ক্যুইজ এবং আন্ডার ২১ বিভাগের ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

No comments