তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল
দিল্লিতে কৃষিভবনে কেন্দ্রের ১০০ দিনের কাজের টাকা ও আবাস যোজনার আর্থিক বঞ্চনার প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে জোড় করে পুলিশ কে দিয়ে হেনস্তা করে সর্বভারতীয় তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্…
তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল
দিল্লিতে কৃষিভবনে কেন্দ্রের ১০০ দিনের কাজের টাকা ও আবাস যোজনার আর্থিক বঞ্চনার প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে জোড় করে পুলিশ কে দিয়ে হেনস্তা করে সর্বভারতীয় তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সাংসদ, বিধায়ক ও অনান্য নেতা মন্ত্রীদের গ্রেপতারের প্রতিবাদে।তাই হলদিয়া তে মঞ্জুশ্রী থেকে সিপিটি মার্কেট হয়ে পুনরায় মঞ্জুশ্রীতে এসে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রতিবাদ মিছিল।উক্ত মিছিলে নেতৃত্ত্ব দেন হলদিয়া শহর তৃনমূল কংগ্রেসের সভাপতি মিলন মন্ডল,এছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটি র সাধারণ সম্পাদক সেক আজিজুল রহমান,তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির অণ্যতম সদস্য অর্নব দেবনাথ,হলদিয়া শহর তৃণমূল বঙ্গজননী বাহিনীর সভানেত্রী দিপালী দেবনাথ বাগ,হলদিয়া পৌরসভার প্রাঃ ভাইস চেয়ারম্যান নারায়ণ চন্দ্র প্রামানিক,শ্রমিকনেতা সেক নুর হোসেন,সহ একাধিক নেতৃত্ব ও কর্মীবৃন্দ। মিছিলের শেষে নরেন্দ্র মোদি,অমিত সাহা ও শুভেন্দু অধিকারীর কুষ পুথুল পোড়ানো হয়।মিছিলে লোক ছিলো চোখে পড়ার মতো।
No comments