জাহাজের ডেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় বন্দরের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে
হলদিয়া ডক এরিয়ার মধ্যে সংরক্ষিত এলাকায় জাহাজের ডেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় বন্দরের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে। মৃতের …
জাহাজের ডেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় বন্দরের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে
হলদিয়া ডক এরিয়ার মধ্যে সংরক্ষিত এলাকায় জাহাজের ডেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় বন্দরের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে। মৃতের নাম শেখ হোজাইফা হোসেন(৩১)। ওই যুবককে পুলিস ভেন্ডার বা হকার হিসেবে চিহ্নিত করলেও রাতে কীভাবে বিদেশি জাহাজে একজন বহিরাগত উঠলেন, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে।
নিয়ম অনুযায়ী, জাহাজের নাবিক ছাড়া ওই সময় বহিরাগত কারও জাহাজের উপর থাকার কথা নয়। কিন্তু বন্দরের রাইফেলধারী সিআইএসএফের ও নাবিকদের নজর এড়িয়ে ওই যুবক পৌঁছে গিয়েছিলেন জাহাজের ডেকে অপারেশনাল ক্রেনের কাছে। বন্দরে আসা বিদেশি জাহাজগুলির নাবিকদের সিমকার্ড পৌঁছে দেওয়া, ইলেক্ট্রনিক্স দ্রব্য আদানপ্রদান, নিত্যপ্রয়োজনীয় সব্জি, মাছ-মাংস-ডিম কেনাবেচার জন্য নির্দিষ্ট হকাররা বন্দরের ডক এলাকায় যান। গেটপাশ ছাড়া তাঁদের প্রবেশের ছাড়পত্র মেলে না। সিআইএসএফের কাছ থেকে সেই গেটপাশ পেতে রীতিমতো কালঘাম ছোটে। তারপর আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী, বন্দরের মধ্যে রাতে কোনও বহিরাগত বিদেশি জাহাজে ওঠায় কড়া নিষেধাজ্ঞা রয়েছে।
সপ্তাহখানেক আগেই বন্দর এলাকায় নাশকতা রুখতে ত্রিস্তরীয় সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য তিনদিন ধরে ‘সাগর কবচ’ নামে বিশেষ মহড়া হয়। লক্ষ লক্ষ টাকা খরচে বন্দর ও বন্দর সংলগ্ন নদীপথে সুরক্ষা নিশ্চিত করতে চলে ওই বিশেষ মহড়া। তারপরও মৃতদেহ উদ্ধারের ঘটনায় দায় এড়াতে ব্যস্ত বন্দর কর্তৃপক্ষ। এনিয়ে বন্দরের কর্মীমহলে ক্ষোভ তৈরি হয়েছে।
প্রসঙ্গত, বুধবার ৪ ঠা অক্টোবর ভোর রাতে ওই মৃতদেহ উদ্ধার হয়। বন্দরের ফোর-এ বার্থে ‘কাভো আলকাইঅন’ নামে একটি জাহাজ থেকে কয়লা খালাসের সময় ওই যুবক দুর্ঘটনায় মারা যায় বলে অভিযোগ। ওই যুবকের কোনও সঠিক গেটপাশ ছিল না। সিআইএসএফকে ফাঁকি দিয়ে ঢুকতেন। বন্দরের শ্রমিক সংগঠনের নেতা প্রদীপ বিজলি বলেন, সঠিক আইডেন্টিটি কার্ড পাশ ছাড়া কীভাবে ওই যুবক বন্দরে ঢুকেছিলেন ও জাহাজে উঠলেন তার তদন্ত হোক। বন্দরে নিরাপত্তার গাফিলতির অভিযোগ করেন তিনি।
হলদিয়ার এসডিপিও রাহুল পাণ্ডে বলেন, ওই ব্যক্তি বন্দরের মধ্যে বা জাহাজে বহিরাগত হিসেবে ঢুকেছিলেন কি না তদন্ত হচ্ছে। বন্দরের জেনারেল ম্যানেজার(ট্রাফিক) অভয় মহাপাত্র বলেন, বন্দরের মধ্যে একটি বেসরকারি বার্থে এটি ঘটেছে। তারাই বিষয়টি দেখছে। এখানে বন্দরের করণীয় কিছু নেই।
No comments