এগরায় এক গাড়ির চালককে ভোজালি দিয়ে আক্রমণ করলো দুষ্কৃতীরা। গুরুতর আহত চালককে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি
বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার ছত্রী গ্রাম পঞ্চায়েতের বড়নিহারীতে ছত্রী বাঁধের কাছে এক গাড়ির চালককে ভোজালি…
এগরায় এক গাড়ির চালককে ভোজালি দিয়ে আক্রমণ করলো দুষ্কৃতীরা। গুরুতর আহত চালককে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি
বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার ছত্রী গ্রাম পঞ্চায়েতের বড়নিহারীতে ছত্রী বাঁধের কাছে এক গাড়ির চালককে ভোজালি দিয়ে আক্রমণ করলো কয়েকজন দুষ্কৃতী। গুরুতর আহত হয় ঐ গাড়ির চালক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরঞ্জন গিরি নামের এক গাড়ির চালককে তিন জন গাড়ির ভাড়ার জন্য ফোন করে এগরার বড়নিহারীতে ডেকে পাঠায়। ওই গাড়ির চালক বড়নিহারী পৌঁছালে, তাঁকে ফোনে সামনের দিকে অর্থাৎ ছত্রী বাঁধের কাছে আসতে বলে। সেখানে গাড়ি চালক পুরঞ্জন এসে পোঁছালে পেছন থেকে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় দুষ্কৃতীরা। সেইসঙ্গে দুস্কৃতীরা তাঁর ঘাড়ে ভোজালি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। গাড়ির চালককেও যাপটে ধরে। পরে স্থানীওরা দেখতে পেয়ে ৩ জন দুষ্কৃতীকে হাতেনাতেই ধরে ফেলে। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ গিয়ে গ্রেপ্তার করে ৩ দুষ্কৃতীকে। জানা গেছে, ঐ তিন দুষ্কৃতীদের বাড়ি এগরা থানার নীহারি এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এর পেছনে সুপারি কিলার লাগিয়ে খুনের চক্রান্ত রয়েছে, নাকি নেপথ্যে অন্য কোন ষড়যন্ত্র রয়েছে তা খতিয়ে দেখছে এগরা থানার পুলিশ। রাতেই দুস্কৃতীদের বিরুদ্ধে এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
No comments