চব্বিশের ভোটের সেমিফাইনালের তারিখ ঘোষণা হয়ে গেলবেজে গেল ভোটের দামামা। চব্বিশের ভোটের সেমিফাইনালের তারিখ ঘোষণা হয়ে গেল আজ। দুপুর ১২টায় ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। রাজ্যগুলি হল- রাজস্থান, ছত্…
চব্বিশের ভোটের সেমিফাইনালের তারিখ ঘোষণা হয়ে গেল
বেজে গেল ভোটের দামামা। চব্বিশের ভোটের সেমিফাইনালের তারিখ ঘোষণা হয়ে গেল আজ। দুপুর ১২টায় ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। রাজ্যগুলি হল- রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও মিজোরাম। সাংবাদিক বৈঠক করে আজ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। মিজোরামে বিধানসভা নির্বাচন হতে চলেছে ৭ নভেম্বর।মধ্যপ্রদেশে ভোট হবে ১৭ নভেম্বর। ছত্তিশ
গড়ে দুই দফায় ভোট হবে। প্রথম দফায় ৭ নভেম্বর ও দ্বিতীয় দফায় ১৭ নভেম্বর হবে ভোট। রাজস্থানে ভোট হবে ২৩ নভেম্বর। ৩০ নভেম্বর নির্বাচন তেলেঙ্গানায়। ছত্তিশগড় বাদে বাকি রাজ্যগুলিতে এক দফাতেই ভোট হবে। প্রত্যেক রাজ্যের ফলাফল ঘোষিত হবে ৩ ডিসেম্বর। চব্বিশের লোকসভা ভোটের আগে রাজ্যগুলিতে জয় পেতে মরিয়া সব শিবির। গত নির্বাচনে পাঁচটির মধ্যে ৩টিতেই (রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়) জয়ী হয়েছিল কংগ্রেস। যার মধ্যে মধ্যপ্রদেশে সময়ের আগেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অনুগামী বিধায়কদের দলত্যাগে পড়ে যায় কমলনাথ সরকার। তাই এই তিনটি রাজ্যে ফের জিততে চাইছে কংগ্রেস। পাশাপাশি তেলেঙ্গানায় চন্দ্রশেখরের বিআরএসের বিরুদ্ধেও ভালো ফল হবে বলে মনে করছের রাহুল গান্ধী। যদিও রাজস্থানে গেহলট ও পাইলটের দ্বন্দ্ব চিন্তায় রেখেছে হাত শিবিরকে। একই ভাবে ছত্তিশগড়েও উপ মুখ্যমন্ত্রী টিএস সিংদেওয়ের মন্তব্য চাপে রেখেছে কংগ্রেসকে। একই ভাবে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপিও। এই কারণেই মধ্যপ্রদেশ ও রাজস্থানে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছাড়াই ভোটে নামছে তারা। তিনটি রাজ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সামনে রেখেই নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। যদিও কর্ণাটকে এই ফর্মুলা কাজ করেনি বিজেপির ক্ষেত্রে। আর এই পাঁচটি রাজ্যের নির্বাচনে জয়-পরাজয় চব্বিশের ভোটে প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
No comments