Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদলে অনুষ্ঠিত হলো বাহু জোর চ্যাম্পিয়নশিপ

মহিষাদলে অনুষ্ঠিত হলো বাহু জোর চ্যাম্পিয়নশিপঅরগানাইজ বাই পূর্ব মেদিনীপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন। টোটাল স্টুডেন্ট ১৫০ জন। এই টুর্নামেন্টে ব্যবস্থাপনা পূর্ব মেদিনীপুর  সেক্রেটারি বিধান জানা ও প্রেসিডেন্ট মানস দাস। দুই মেদিনীপুর জু…

 



মহিষাদলে অনুষ্ঠিত হলো বাহু জোর চ্যাম্পিয়নশিপ

অরগানাইজ বাই পূর্ব মেদিনীপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন। টোটাল স্টুডেন্ট ১৫০ জন। এই টুর্নামেন্টে ব্যবস্থাপনা পূর্ব মেদিনীপুর  সেক্রেটারি বিধান জানা ও প্রেসিডেন্ট মানস দাস। দুই মেদিনীপুর জুড়ে স্টুডেন্টরা পার্টিসিপেট করেছিল। ফাস্ট টাইম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এত বড় টুর্নামেন্ট হলো। প্রথমবারই টুর্নামেন্টের মেয়েরা খুব স্থায়ী ছিল। টোটাল দশটা ইভেন্ট ছিল ওজনের ভিত্তিতে। তাদের ট্রফি সার্টিফিকেট তুলে দেয়া হল।  এটি একটি পুরনো খেলা। যেটি প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিল। এই খেলা দেখে প্রচারের আলোতে নিয়ে আসার চেষ্টা করলাম। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক সুজিত ভৌমিক। বিশিষ্ট সমাজসেবক তপন জানা মহাশয়। কলকাতা থেকে আগত বিশিষ্ট অতিথি আশরাফ আলী। ওয়েস্ট বেঙ্গল আম রেসলিং অ্যাসোসিয়েশন সেক্রেটারি  স্মৃতিময় দাস। বিশ্ব কলা কেন্দ্রের ফাউন্ডার বিশ্বনাথ গোস্বামী। কলকাতা ও দিল্লী থেকে আগত অফিসিয়াল রেফ্রি ও জার্জ। এই 'বাহুজোর' টুর্নামেন্ট আগামী দিনে আরো বড় টুর্নামেন্ট করতে পারবে এই আশা রাখি।

No comments