জেলা প্রশাসনের উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতামাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের, শিশু কিশোর আকাদেমির আয়োজনে ও হলদিয়া তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায়, হলদিয়া গভঃ স্পন…
জেলা প্রশাসনের উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের, শিশু কিশোর আকাদেমির আয়োজনে ও হলদিয়া তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায়, হলদিয়া গভঃ স্পনঃ টেন ক্লাস সেকেন্ডারি স্কুল ( উঃ মাঃ)- তে আজ ২ রা অক্টোবর আয়োজিত হলো "ছবি আঁকা প্রতিযোগিতা"। দুই বিভাগ মিলিয়ে অংশগ্রহণকারীর সংখ্যা ২৮৪ মহকুমাবাশী ছাত্রছাত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী জয়প্রকাশ মন্ডল মহাশয়, মাননীয় উপশাসক ও উপসমাহর্তা, হলদিয়া মহকুমা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শ্রী অনুপম বিশ্বাস মহাশয়। বিচারকের আসনে ছিলেন শ্রী কৃষ্ণেন্দু চক্রবর্তি মহাশয় ও শ্রী পবিত্র পাল মহাশয়। দুই বিভাগের প্রতিযোগিতায় পুরষ্কার স্বরূপ শিশু কিশোর আকাদেমি প্রকাশিত পুস্তক প্রদান করা হয়।
No comments