এখন ছুটি চলছে বন্ধ অফিস কিন্তু মিড ডে মিলের সরঞ্জাম ব্লক অফিস থেকে দেয়া হবে সেই নিয়ে প্রশ্ন
ছুটির দিনে সরকারি বিডিও অফিস বন্ধ। অথচ সরকারি ঘোষিত ছুটির দিনে বিডিও অফিস থেকে কিভাবে স্কুলের মিড-ডে-মিলের সরঞ্জাম ব্লক অফিস থেকে দেওয়া…
এখন ছুটি চলছে বন্ধ অফিস কিন্তু মিড ডে মিলের সরঞ্জাম ব্লক অফিস থেকে দেয়া হবে সেই নিয়ে প্রশ্ন
ছুটির দিনে সরকারি বিডিও অফিস বন্ধ। অথচ সরকারি ঘোষিত ছুটির দিনে বিডিও অফিস থেকে কিভাবে স্কুলের মিড-ডে-মিলের সরঞ্জাম ব্লক অফিস থেকে দেওয়া হবে! এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাল স্থানীয়রা। পূর্ব মেদিনীপুর জেলার বালিঘাইতে এগরা-২ ব্লকের ঘটনা। অভিযোগ, খোদ বিডিও অফিসের সরকারি কর্মচারীরা ছুটির দিনে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ডেকে মিড-ডে-মিলের সরঞ্জাম তুলে দিচ্ছেন। এদিন বালিঘাইতে বিডিও অফিসের সামনে ব্লকের মিড-ডে-মিলের আধিকারিক অরুণ দাস ও অন্যান্য সরকারি কর্মচারীদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের প্রশ্ন, ছুটির দিনে ব্লকের সভাপতি ও সহ-সভাপতিকে না জানিয়ে কেন স্কুল কতৃপক্ষকে মিড-ডে-মিলের সরঞ্জাম দেওয়া হবে! অবশেষে এগরা ২ ব্লকের বিডিও কৌশিশ রায়ের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এ প্রসঙ্গে ব্লকের বিডিও'র কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
No comments