জলের চাপ বাড়ছে। বাড়ছে আতংকও। বিপদ বুঝে রূপনারায়নের দূর্বল নদী বাঁধ পরিদর্শন করলেন বিডিও সহ প্রশাসনিক কর্তারা
মহিষাদল ব্লকের বাড় অমৃতবেড়িয়া খেয়াঘাট থেকে বেলতলা পর্যন্ত রূপনারায়নের বিপজ্জনক নদী বাঁধ এবং অমৃতবেড়িয়া লকগেট পরিদ…
জলের চাপ বাড়ছে। বাড়ছে আতংকও। বিপদ বুঝে রূপনারায়নের দূর্বল নদী বাঁধ পরিদর্শন করলেন বিডিও সহ প্রশাসনিক কর্তারা
মহিষাদল ব্লকের বাড় অমৃতবেড়িয়া খেয়াঘাট থেকে বেলতলা পর্যন্ত রূপনারায়নের বিপজ্জনক নদী বাঁধ এবং অমৃতবেড়িয়া লকগেট পরিদর্শন করলেন বিডিও যোগেশচন্দ্র মন্ডল সহ সেচ দপ্তরের কর্তারা।এই নদী বাঁধের বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। বেশ কিছু জায়গায় বাঁধে ধ্বস দেখা দিয়েছে।
এই এলাকার যে লকগেট দিয়ে জেলার দুটি ব্লক মহিষাদল ও নন্দকুমার ব্লকের ৮৬ টি মৌজার জল বেরোয়, সেই লকগেটটির ৬টি দরজা রয়েছে। ৬টি গেট দিয়ে বর্ষার জল ঠিকমতো বেরোচ্ছে না জানার পর ঘটনাস্থলে এসে বিডিও যোগেশচন্দ্র মন্ডল সবকিছু খতিয়ে দেখে রিপোর্ট পাঠাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, বর্ষা বা দূর্যোগ এলে প্রশাসনের দেখা মেলে। কিন্তু বাকি সময় তাদের নাগাল পাওয়া যায় না। নদী বাঁধের অবস্থা বেশ খারাপ। বাঁধ সারাইয়ের কাজ দ্রুত করতে হবে বলে দাবিও করেছেন এলাকার মানুষ।
No comments