Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কৃষক ও কৃষিজমি রক্ষা কমিটির উদ্যোগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/aWbPacCDR6wকৃষক ও কৃষিজমি রক্ষা কমিটির উদ্যোগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিশিল্প শহর হলদিয়া গড়ে উঠেছে পৌরসভা ২৯ টি  ওয়ার্ড নিয়ে। এবং তারই পাশে গ্রাম পঞ্চায়েত। হলদিয়া বিধানসভা আধার শহর আধ…

 



ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/aWbPacCDR6w

কৃষক ও কৃষিজমি রক্ষা কমিটির উদ্যোগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

শিল্প শহর হলদিয়া গড়ে উঠেছে পৌরসভা ২৯ টি  ওয়ার্ড নিয়ে। এবং তারই পাশে গ্রাম পঞ্চায়েত। হলদিয়া বিধানসভা আধার শহর আধা গ্রাম পঞ্চায়েত। শিল্প কলকারখানা গড়ে উঠেছে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের ধারেই রাজ্য সড়ক জাতীয় সড়কের ধারে যে সকল কলকারখানা গড়ে উঠেছে তা বেশিরভাগই জল নিকাশি বন্ধ করেই শিল্প কলকারখানা গড়ে উঠেছে।  ডিভিসি জল ছাড়লে নদীতে হয় জলহস্তৃতি কিন্তু আকাশের জলে শিল্প শহর বন্যার আকার ধারণ করে। তার একটাই কারণ শিল্প সংস্থা জায়গা দেওয়া হয় কিন্তু জল নিকাশের জন্য কোন রকমের মাথা ঘামানো হয় না। হলদিয়া পৌরসভা বিভিন্ন সময়ে শোনা গিয়েছে খড়্গপুর আইআইটি কলেজে কর্তৃপক্ষদের দিয়ে ড্রইং করা হচ্ছে জল নিকাশির বন্দোবস্ত করার জন্য।

জল নিকাশি না হওয়ার জন্যই সমস্যায় পড়ছেন এলাকার মানুষ তার জন্য  প্রশাসনের কোন হেলদোল নেই । হলদিয়া পৌরসভার এক বছর অতিক্রান্ত করেছে জনপ্রতিনিধি নেই নিয়োগ হয়েছে প্রশাসক। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের জন্য ডেপুটেশন দিয়েও কোন কাজ হয়নি । অতি ভারী বৃষ্টির ফলে হলদিয়া লিংরোড পেট্রোকেমিক্যালস ইসিএল কারখানার গেটের সামনে কসবাড়িয়া গ্রামের মানুষ সহ প্রায় বারটি মৌজার এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। জলনিকাসী ও খালের উপযুক্ত সংস্কার দাবি নিয়ে এই কর্মসূচি। কাজের সময় যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ। অল্প সময়ের মধ্যেই বিক্ষোভ তুলে নেওয়া হয়।

প্রশাসনের এই উদারতাকে কটাক্ষ করেছেন ভারতীয় জনতা পার্টি বিএমএস রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন হলদিয়া শিল্প কলকারখানা খুবই দরকার কিন্তু নিকাশি বন্ধ করে কোন কারখানা হোক সেটা এলাকার মানুষ চায়না।

 গ্রাম শহর জলমগ্ন হয়ে যায় অল্প বৃষ্টিতেই তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন জল নিকাশির জন্য পরিকল্পনা করার না হলে আজকে একটি গ্রাম তারা বিক্ষোভ দেখিয়েছেন আগামী দিনে সারা হলদিয়ার মানুষ বিক্ষোভ দেখাবেন। প্রশাসনকে সজাগ হওয়ার আবেদন করলেন।

No comments