Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া সরকারি কারিগরি কলেজে সমাবর্তন অনুষ্ঠান

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/L_slSRrzKfMহলদিয়া সরকারি কারিগরি কলেজে সমাবর্তন অনুষ্ঠানশিল্পশহর হলদিয়া অবস্থিত হলদিয়া আইটিআই কলেজ বিভিন্ন ট্রেড থেকে প্রায় ৯০ জন ছাত্রছাত্রী এবছর পাশ করেছেন তাদের আজ সার্টিফিকেট প্রদান …

 


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/L_slSRrzKfM

হলদিয়া সরকারি কারিগরি কলেজে সমাবর্তন অনুষ্ঠান

শিল্পশহর হলদিয়া অবস্থিত হলদিয়া আইটিআই কলেজ বিভিন্ন ট্রেড থেকে প্রায় ৯০ জন ছাত্রছাত্রী এবছর পাশ করেছেন তাদের আজ সার্টিফিকেট প্রদান বা সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র-ছাত্রী বর্তমান ছাত্র-ছাত্রী এবং শিল্প শহরে বিভিন্ন কলকারখানার আধিকারিবৃন্দ।  উপস্থিত ছিলেন হলদিয়া রিফাইনারির এইচআর ছিলেন হলদিয়া এক্সাইড কারখানার এইচ আর উপস্থিত ছিলেন মিৎস্যুবিসি কারখানার এইচ আর এছাড়াও ছিলেন ইন্দোরামা কারখানার এইচআর, জানালেন কলেজের অধ্যক্ষ প্রসেনজিৎ বোস তিনি আরো বলেন শুধু সমাবর্তন অনুষ্ঠান করেই ক্ষান্ত নয় রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে তারা কর্মসংস্থানের জন্য বিভিন্ন কারখানা কর্তৃপক্ষকে ডেকে জব ফেয়ার অনুষ্ঠিত  করেন । তিনি আরো জানান আগামী সোমবার ১০ই অক্টোবর বিভিন্ন কারখানার কর্তৃপক্ষদের নিয়ে জব ফেয়ার অনুষ্ঠিত হবে।

No comments